• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:১৭    ঢাকা সময়: ১৭:১৭

আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ যানজটে নাকাল মানুষ

দেশকন্ঠ অনলাইন :  আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকেরা বকেয়া বেতন ও কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।ফলে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল হতেই জেনারেশন নেক্সট নামের পোশাক কারখানার শ্রমিকরা বাইপাইল গোলচত্ত্বর এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ চলমান রাখে।শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।

এতে সকাল থেকেই নবীগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে প্রায় ১৫ কি.মি দীর্ঘ যানযট সৃষ্টি হয়েছে। দুর্যোগ পোহাতে হচ্ছে মহাসড়ক ব্যবহারকারীদের। দীর্ঘ সময়ের যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেয়। পরে বিজিএমইএ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন মাধ্যমে শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ১৭ বার সময় নেয়া হয়। কিন্তু ১৭ বার সময় নিয়েও বেতন পরিশোধ করা হয়নি। ফলে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ চলমান থাকবে বলেও জানান শ্রমিকেরা।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।