• রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০১:৩৯    ঢাকা সময়: ১১:৩৯

কৃষিপণ্য নিয়ে স্পেশাল ট্রেন চলাচল শুরু

দেশকন্ঠ অনলাইন : কম খরচে খুলনা-চুয়াডাঙ্গা থেকে কৃষিপণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ থেকে সপ্তাহের প্রতি মঙ্গলবারে  ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটি খুলানা-ঢাকা ভায়া ঈশ্বরদী রুটে চলাচল শুরু হলো।

খুলনা থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি বেলা ১০টা ১৫ মিনিটে ছেড়ে আসে এবং চুয়াডাঙ্গা রেলস্টেশনে দুপুরে পৌঁছায়। ঢাকা তেজগাঁওয়ে পৌঁছাবে রাত ১০টা ৪৫ মিনিটে।

চুয়াডাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি পণ্য পরিবহণে ১ টাকা ৩০ পয়সা  খরচ পড়বে। এছাড়া, প্রতিদিন সকল আন্ত:নগর ট্রেনে কৃষিপণ্য ও মালামাল পরিবহণের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত খাকে।

চুয়াডাঙ্গা রেল স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, প্রথমদিনে চুয়াডাঙ্গা থেকে ৬০ কেজি পরিমাণ সবজি পটল ও ঢেড়শ বুকিং করা হয়েছে। ওই যাত্রী ঢাকায় সবজি নিয়ে তেজগাঁও যাবেন।

রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন জানান, কৃষকদের চাহিদার কথা বিবেচনা করে সপ্তাহের সাতদিনই স্পেশাল ট্রেনটি চলাচলের পরিকল্পনা রয়েছে। ৭টি বগিতে ২০৩ মেট্রিক টন কৃষিপণ্য পরিবহণ করবে। কুলিরা সরকার নির্ধারিত খরচে পণ্য লোড দেবেন।  অতিরিক্ত টাকা নিতে পারবে না বলে জানান তিনি।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।