• বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:১২    ঢাকা সময়: ০৮:১২

নেত্রকোনায় ১৩ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ

দেশকন্ঠ  অনলাইন : চলতি বছরে ১৩ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। যা গত তিন বছরে নেত্রকোনায় সরিষার আবাদ বেড়েছে অর্ধেকেরও বেশি । গত ২০২১ সালে জেলায় সরিষার আবাদ হয়েছিল ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে।

সোমবার নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সরিষা মূলত কৃষকদের জন্য একটি বোনাস ফসল। কারণ, আমন ধান কেটে ঘরে তোলার পর থেকে বোরো আবাদের আগমুহূর্ত পর্যন্ত সাধারণত কৃষকদের বেশির ভাগ ফসলি জমিই পতিত থাকে। এ সময়টাতে পতিত জমিতে সরিষা চাষ খুবই লাভজনক। কৃষকরা চাইলে এ সময়ে অল্প শ্রমে ও খরচে সরিষা আবাদ করে বেশ লাভবান হতে পারেন।

তিনি আরও বলেন, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সব সময়ই সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে আসছি। তাদের নানারকম পরামর্শ দিয়ে আসছি। কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সরকারি প্রণোদনা প্রদান করছি। যে কারণে দিন দিন কৃষকরা সরিষা আবাদে আগ্রহী হয়ে উঠছেন এবং আগের তুলনায় বর্তমানে সরিষার আবাদ গত তিন বছরে অর্ধেকেরও বেশি আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।

জেলার হাওর এলাকা মদন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, আমার উপজেলায় এবার সরিষার আবাদ খুব ভালো হয়েছে। আশা করছি, বাম্পার ফলন হবে।  আমরা সরিষা চাষীদের বীজ ও সার প্রণোদনা দিয়েছি।

জেলার আটপাড়া উপজেলার চারিয়া গ্রামের কৃষক ফয়সাল মিয়া বলেন, আমার এক একর জমিতে সরিষা চাষ করেছি। সরিষা আবাদ খুবই সহজ। খরচও তেমন নাই। বাজারে সরিষার চাহিদা ও দাম বেশি। ফসল ভালো হয়েছে। তাই এবার ভালো লাভবান হব বলে আশা করছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, জেলার ১০টি উপজেলায় এ বছর ১৩ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এরমধ্যে জেলার সদর উপজেলায় ২ হাজার হেক্টর, পূর্বধলা উপজেলায় ২ হাজার ৬৮৫ হেক্টর, দুর্গাপুর উপজেলায় ৬০০ হেক্টর, কলমাকান্দা উপজেলায় ১ হাজার ৫০ হেক্টর, মোহনগঞ্জ উপজেলায় ৫৩২ হেক্টর, বারহাট্টা উপজেলায় ৬৭৫ হেক্টর, কেন্দুয়া উপজেলায় ১ হাজার ৪৭৮, আটপাড়া উপজেলায় ৮৫০ হেক্টর, মদন উপজেলায় ২ হাজার ১০ হেক্টর এবং খালিয়াজুরী উপজেলায় ৩৭০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।