• শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২১:৩৮    ঢাকা সময়: ০৭:৩৮

বিপিএল: তাসকিনের রেকর্ড বোলিংয়ে ঢাকাকে হারিয়ে প্রথম জয় রাজশাহীর

  • ক্রীড়া       
  • ০২ জানুয়ারি, ২০২৫       
  •       
  • ২৩:১৩:১০

দেশকন্ঠ  অনলাইন : পেসার তাসকিন আহমেদের রেকর্ড বোলিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ১১তম আসরে প্রথম জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী। আজ টুর্নামেন্টের পঞ্চম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তাসকিন। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাসকিন।

নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৪ উইকেটে হেরেছিলো রাজশাহী। আর রংপুর রাইডার্সের কাছে ৪০ রানে হেরে বিপিএল শুরু করেছিলো ঢাকা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দুর্বার রাজশাহীর পেসার তাসকিনের তোপের মুখে পড়ে ঢাকা ক্যাপিটালস। তাসকিনের দারুণ এক ডেলিভারিতে ঢাকার উইকেটরক্ষক লিটন দাসকে শূন্যতে স্লিপে ক্যাচ তুলে দেন। আরেক ওপেনার তানজিদ ৯ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন।

দলীয় ১৪ রানে ২ ওপেনারের বিদায়ের পর পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে রাজশাহীর বোলারদের উপর চড়াও হন ঢাকার দুই ব্যাটার স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন। দু’জনের মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৬ রান পায় ঢাকা।

পাওয়ার প্লে শেষ হবার পরও ঢাকার রানের চাকা সচল রাখে এসকিনাজি ও শাহাদাত। তাদের দারুণ জুটিতে ১১ ওভারে ৯০ রানের পৌঁছে যায় ঢাকা। ঐ ওভারের শেষ বলে এসকিনাজিকে বোল্ড করে রাজশাহীকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার হাসান মুরাদ। তৃতীয় উইকেটে ৪৭ বলে ৭৯ রানের জুটি গড়েন এসকিনাজি ও শাহাদাত। ৬টি চার ও ২টি ছক্কায় ২৯ বলে ৪৬ রান করেন এসকিনাজি।

এরপর ক্রিজে এসেই ব্যাট হাতে ঝড় তুলেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। দু’বার ক্যাচ দিয়ে জীবন পেয়ে ১টি চার ও ২টি ছক্কায় ৯ বলে ২১ রান করেন পেরেরা।

দলীয় ১২৯ রানে পেরেরা ফেরার পর ৪০ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন শাহাদাত। হাফ-সেঞ্চুরি পাবার পরের বলে তাসকিনের তৃতীয় শিকার হন শাহাদাত। ৪১ বলে ৭টি চারে নিজের ইনিংস সাজান শাহাদাত।
স্

লগ ওভারে মারমুখী ব্যাটিংয়ে ঢাকার বড় সংগ্রহের পথ তৈরি করেন শুভাম রানজানে ও আলাউদ্দিন বাবু। সপ্তম উইকেটে তাদের ১৫ বলে ঝড়ো ৩৩ রানের সুবাদে ১৯ ওভার শেষে ৬ উইকেটে ১৭২ রান পায় ঢাকা। শেষ ওভারে বোলিং আক্রমণে আসেন প্রথম ৩ ওভারে ১৭ রানে ৪ উইকেট নেওয়া তাসকিন। শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তাসকিন। ফলে ইনিংস শেষে তাসকিনের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট। বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন তাসকিন। ১৭৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তাসকিনের সেরা বোলিং ফিগার।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ পায় ঢাকা। রানজানে ১২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৪ ও বাবু ৯ বলে ১টি করে চার-ছক্কায় ১৩ রান করেন।

১৭৫ রানের টার্গেটে প্রথম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ১টি করে চার-ছক্কা মেরে আউট হন দুর্বার রাজশাহী ওপেনার মোহাম্মদ হারিস। ৫ বলে ১২ রান করে পেসার মুস্তাফিজুর রহমানের শিকার হন তিনি।

উইকেট সেট হতে গিয়ে ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি রাজশাহীর আরেক ওপেনার জিশান আলম। ৩১ রানের ২ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহীর। দলকে লড়াইয়ে ফেরাতে তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টায় সফল হয়েছেন অধিনায়ক এনামুল হক ও ইয়াসির আলি। ৩৩ বলে ৪২ রানের জুটি গড়েন তারা।

১টি চার ও ২টি ছক্কায় ২০ বলে ২২ রান করা ইয়াসিরকে শিকার করে ঢাকাকে ব্রেক-থ্রু এনে দেন আলাউদ্দিন বাবু। দলীয় ৭৩ রানে ইয়াসির আউটের পর রাজশাহীর জয়ের পথ তৈরি করেন এনামুল ও রায়ান বার্ল। দু’জনের জুটিতে ১৬ ওভারে ১৪৪ রানে পৌঁছে যায় রাজশাহী। ছক্কা মেরে ৩৫ বলে টি-টোয়েন্টিতে ১৭তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এনামুল।

শেষ পর্যন্ত ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে রাজশাহীর জয় নিশ্চিত করেন এনামুল। ৯টি চার ও ৩টি ছক্কায় ৪৬ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন এনামুল। বার্ল ৩৩ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। মুস্তাফিজ-মুকিদুল ও বাবু ১টি করে উইকেট নেন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।