• বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০১:১৩    ঢাকা সময়: ১১:১৩

গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতলেন যারা

  • ক্রীড়া       
  • ২৮ ডিসেম্বর, ২০২৪       
  • ১১
  •       
  • ২২:২৪:০২

দেশকন্ঠ  অনলাইন : দুবাই স্পোর্টস কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোব সকার অ্যাওয়ার্ড ২০২৪। ফিফা ব্যালন ডি’অর বা দ্য বেস্টের মতো এ আসরেও আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

পুরস্কার তালিকায় জায়গা করে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকারা।

বছরের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়র। ফিফা ব্যালন ডি’অর থেকে পুরস্কার বঞ্চিত হলেও দ্য বেস্টের পর গ্লোব সকার অ্যাওয়ার্ডেও নিজের আধিপত্য দেখালেন এই ব্রাজিলিয়ান তারকা। একই সঙ্গে সেরা ফরোয়ার্ডের পুরস্কারও উঠেছে তার হাতে।

রিয়ালের আরও এক তারকা জুড বেলিংহাম জিতেছেন বর্ষসেরা মিডফিল্ডারের পুরস্কার।

ক্লাব বিভাগেও সাফল্য পেয়েছে রিয়াল মাদ্রিদ। বর্ষসেরা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। কোচ কার্লো আনচেলত্তি বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন। সেরা এজেন্টের সম্মান পেয়েছেন জর্জ মেন্ডিস।

নারী ফুটবলে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের বর্ষসেরা ফুটবলারের সম্মাননা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উদীয়মান তারকা হিসেবে ইমার্জিং প্লেয়ারের খেতাব জিতেছেন বার্সার লামিন ইয়ামাল।

এছাড়া প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন নেইমার, থিবো কর্তোয়া এবং রিও ফার্দিনান্দ।

ছেলেদের বর্ষসেরা ক্লাব হয়েছে রিয়াল মাদ্রিদ এবং মেয়েদের বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে এফসি বার্সেলোনা।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।