• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০২:২৫    ঢাকা সময়: ১২:২৫

ঢাকা মেট্রোকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর

  • ক্রীড়া       
  • ২৪ ডিসেম্বর, ২০২৪       
  •       
  • ২০:৫৬:২৭

দেশকন্ঠ  অনলাইন :  এনসিএল টি-টোয়েন্টির শিরোপা নির্ধারণী ম্যাচে বোলিংয়েই কাজটা সহজ করে রেখেছিল রংপুর। ঢাকা মেট্রোকে গুড়িয়ে দিয়েছিল মাত্র ৬২ রানে। সহজ লক্ষ্যে শুরুটা ভালো না হলেও ম্যাচ জিততে খুব একটা বেগ পেতে হয়নি রংপুরকে। ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে শিরোপা নিশ্চিত করে রংপুর।

এর আগে, এর আগে, টস জিতে ঢাকা মেট্রোকে ব্যাট করতে পাঠিয়ে চেপে ধরে রংপুরের বোলাররা। রংপুরের বোলিং তোপের মুখে সুবিধা করতে পারেনি ঢাকার কোনো ব্যাটার। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ৬২ রানে অলআউট হয় ঢাকা। যেখানে দলীয় সর্বোচ্চ ১৪ রান আসে শামসুর রহমানের ব্যাট থেকে। রংপুরের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন মুকিদুল মুগ্ধ ও আলাউদ্দিন বাবু।

কেবল ৬৩ রানের লক্ষ্য হলেও রংপুরের জন্য যে সহজ হবে না, তা বোঝাই যাচ্ছিল। ১৮ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা হলেও ভড়কে যায় তারা। কিন্তু চাপের মেঘ সরিয়ে স্বস্তি এনে দেন আরিফুল হক। অষ্টম ওভার করতে আসা রাকিবুল হাসানকে একটি চার ও ছয় মারেন তিনি। অবশ্য ১১ বলে ১৪ রান করে সেই ওভারেই সাজঘরে ফিরতে হয় তাকে। তবে পরে তানভীর হায়দার (৮*) ও এনামুল হক এনামের (১৪) ব্যাটে চড়ে জয়ের উল্লাসে মাতে রংপুর।

ঢাকা মেট্রোকে শুরুতে আশা দেখানো আলিস আল ইসলাম ১৩ রানে শিকার করেন ২ উইকেট। এছাড়া  ৪ ওভারে মাত্র ৮ রান খরচে এক উইকেট নেন আবু হায়দার রনি।

রংপুরের হয়ে ১২ রান খরচে তিনটি করে উইকেট নেন মুগ্ধ ও বাবু। এছাড়া একটি করে শিকার রবিউল হক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আরিফ আহমেদের।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।