• শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:০৩    ঢাকা সময়: ০৮:০৩

বাংলাদেশ ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি প্রকাশ

  • ক্রীড়া       
  • ০১ জানুয়ারি, ২০২৫       
  •       
  • ২২:৫৬:৩৩

দেশকন্ঠ অনলাইন : বাংলাদেশ ক্রিকেট দল ব্যস্ত সময় পার করবে ২০২৫ সালে। বিপিএল শেষের পর চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে পাড়ি জমাবে টাইগাররা। এছাড়াও ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ দল।

বিপিএল চলার সুবাদে জানুয়ারি মাসে ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন ঘরোয়া ক্রিকেটের বড় এই আসরে। নতুন বছরে পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ক্রিকেট শুরু করবে বাংলাদেশ।

একনজরে দেখে নেয়া যাক বাংলাদেশ ক্রিকেটের ২০২৫ সালের সূচি

ফেব্রুয়ারি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে, ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্ব পার হলে বাংলাদেশ সেমিফাইনাল এবং ফাইনালে খেলার সুযোগ পাবে।

মার্চ
বাংলাদেশ–জিম্বাবুয়ে: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

মে
বাংলাদেশ–পাকিস্তান : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

জুন
বাংলাদেশ–শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

আগস্ট
বাংলাদেশ–ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।  

অক্টোবর
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

নভেম্বর
বাংলাদেশ–আয়ারল্যান্ড : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি
২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ নারী দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজ জিতলে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি সরাসরি ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে। সিরিজ হারলে বাছাইপর্ব খেলতে হবে।

জানুয়ারি-ফেব্রুয়ারি
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে**, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

সেপ্টেম্বর-অক্টোবর
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ**

ডিসেম্বর
বাংলাদেশ–ভারত: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।