• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৬:৫৬    ঢাকা সময়: ১৬:৫৬

দক্ষিণ আফ্রিকায় হুয়াওয়ের বড় সাফল্য

দেশকন্ঠ  অনলাইন : ক্লাউড প্রযুক্তিতে দক্ষিণ আফ্রিকায় বড় সাফল্যের দেখা পেয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। গত পাঁচ বছরে দেশটিতে হুয়াওয়ের ক্লাউড বিজনেস বেড়েছে ১৬ গুণ এবং এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মিলিয়ে ১ হাজারেরও বেশি গ্রাহককে ক্লাউড ভিত্তিক সেবা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

এই প্রেক্ষাপটে দেশটিতে নিজেদের ব্যবসা বিস্তৃত করে আয় বৃদ্ধি করতে আরও বেশি ক্লাউড সলিউশন নিয়ে আসার পরিকল্পনা করছে হুয়াওয়ে। গত বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ এক কর্মকর্তা। হুয়াওয়ের ক্লাউড সলিউশনের গ্রাহক তালিয়ায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও রয়েছে শিক্ষা, অর্থ, টেলিকম ও ই-কমার্স খাতের বিভিন প্রতিষ্ঠান।   

সম্প্রতি জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে হুয়াওয়ের ক্লাউড সম্মেলন। উক্ত সম্মেলনে হুয়াওয়ে ক্লাউডের গ্লোবাল মার্কেটিং ও সেলস সার্ভিস ডিভিশনের প্রেসিডেন্ট জ্যাকলিন শি আগতদের বলেন, ‘বিভিন্ন গ্রাহকের কাছ থেকে শক্তিশালী সমর্থন পেয়ে দক্ষিণ আফ্রিকায় আমাদের ক্লাউড ব্যবসা গত পাঁচ বছরে ১৬ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।’

দক্ষিণ আফ্রিকায় বর্তমানে ক্লাউড প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সলিউশন জনপ্রিয় হচ্ছে। এর পেছনে মূল কারণ হলো দ্রুততর কম্পিউটিং এর ক্রমবর্ধমান চাহিদা। আইটি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সরকারি পর্যায়েও তাই বড় আকারের ক্লাউড অপারেশনের বিশাল চাহিদা রয়েছে দেশটিতে।

দক্ষিণ আফ্রিকায় ক্লাউড প্রযুক্তির জনপ্রিয়তা সামনের বছরগুলোতে আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাজার গবেষণা প্রতিষ্ঠান আফ্রিকা অ্যানালিসিস-এর মতে, দক্ষিণ আফ্রিকায় ক্লাউডের বাজার ২০২৩ থেকে ২০২৮ সালের মধ্যে প্রতি বছর ২৬ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে ৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে।

দক্ষিণ আফ্রিকায়  কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি গ্রহণের প্রবণতাও ক্রমাগত বাড়ছে। ফলে ক্লাউড ডেটা সেন্টারের চাহিদাও উত্তরোত্তর আরও বাড়বে। উল্লেখ্য, ২০১৯ সালে দেশটিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়েই প্রথম স্থানীয় ‘হাইপারস্কেল’ ক্লাউড ডেটা সেন্টার হোস্ট করে।

দক্ষিণ আফ্রিকার বাজারে মাইক্রোসফট, অ্যামাজন ও গুগলের মতো শীর্ষ ক্লাউড সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের সাথেও প্রতিদ্বন্দ্বীতা করতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। উল্লেখ্য, জোহানেসবার্গে বর্তমানে তিনটি ডেটা সেন্টার জোন বা লোকেশন রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স
দেশকন্ঠ//

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।