• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:৪৩    ঢাকা সময়: ২৩:৪৩

কৃষক থেকে তৃতীয় হাত ঘুরে প্রতি কেজি আলু ১০-১৫ টাকার ব্যবধানে ভোক্তার কাছে পৌঁছায়

দেশকন্ঠ অনলাইন : জেলায় কৃষক পর্যায় থেকে তৃতীয় হাত ঘুরে প্রতি কেজি আলু ১০ টাকা ১৫ টাকা'র ব্যবধানে সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছছে। বর্তমানে নওগাঁ জেলার বিভিন্ন হাট বাজারে প্রতি কেজি আলু ৬৫ থেকে ৭০ টাকায় খুচরা মূল্যে বিক্রি হচ্ছে।

কৃষকরা গত মৌসুমে জেলায় ২০ হাজার ৮৫০ হেক্টর জমিতে আলু চাষ করেছিলেন। উল্লেখিত পরিমাণ জমি থেকে মোট ৩ লক্ষ ৮৮ হাজার ৫১০ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে।

সাধারণত আলু কোন কৃষক নিজ বাড়িতে সংরক্ষণ করে রাখেন না। পচে যাওয়া বা পোকায় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় বিভিন্ন হিমাগারে সংরক্ষণ করে রাখেন। কৃষকর ছাড়াও প্রচুর সংখ্যক ষ্টক ব্যবসায়ীরা মৌসুমে'র শুরুতে কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করে অবাক লাভের আশায় হিমাগার গুলোতে মজুদ করে রাখেন।

বর্তমানে নওগাঁ জেলার বি এইচ স্পেশালাইজড কোল্ড ষ্টোরেজ, দিনা কোল্ড ষ্টোরেজ, ফয়েজ উদ্দিন কোল্ড ষ্টোরেজষ্টোরেজ,  সমবায় কোল্ড ষ্টোরেজসহ বিভিন্ন হিমাগার গেইট থেকে আলুর পাইকারি ব্যবসায়ীরা কিনে এনে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। খুচরা ব্যবসায়ীরা তাঁদের কাছ থেকে কিনে বিভিন্ন বাজারে ভোক্তা পর্যায়ে বিক্রি করেন।

পাইকারি আলু ব্যবসায়ীরা এসব হিমাগার থেকে প্রতি কেজি আলু ৪৫ থেক ৪৬ টাকায় কৃষকদের কাছ থেকে –কিনে । এসব আলু পাইকারি বাজারে এনে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন ৫৫ টাকা থেকে ৫৬ টাকায়। সেই আলু খুচরা ব্যবসায়ীরা সাধারণ ভোক্তা পর্যায়ে ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেছেন ,মানুষের সবচেয়ে  পছন্দের ও প্রধান তরকারি হচ্ছে আলু। নওগাঁ জেলায় পর্যাপ্ত আলু উৎপাদিত হয়। আসন্ন মৌসুমে বিগত মৌসুমের চেয়ে অধিক পরিমাণ জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আসন্ন মৌসুমে ২১ হাজার ২৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দেশকন্ঠ//

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।