• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:৪৩    ঢাকা সময়: ২৩:৪৩

সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান : ১ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ

দেশকন্ঠ অনলাইন : জেলার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ কোটি ৭৩ লাখ ৬২ হাজার ১২০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি ফেনী ব্যাটেলিয়ন। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ২৯১ টি ভারতীয় শাড়ী, ৫টি গরু, ১৪ হাজার ৭৭৪ মিটার কাপড়, ৬ হাজার ২৭৩ প্যাকেট সিগারেট এবং স্যানেগ্রা ট্যাবলেট ১৫ হাজার ২৮০ টি। সোমবার বেলা১১দিকে তথ্যটি নিশ্চিত করেছে বিজিবি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

বিজিবি সূত্রটি জানায়, রোববার রাতভর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তের খেজুরিয়া, যশপুর, চম্পকনগর ও মধুগ্রাম বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করেছে।  জব্দ মালামাল শুল্ক বিভাগ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে চোরাচালান বেড়ে যাওয়ায় আমরা সার্বক্ষণিক টহল জোরদার রেখেছি। অবৈধ মালামাল জব্দের পাশাপাশি কারবারীদের আটকের বিষয়েও আমরা তৎপর রয়েছি। যদিও তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। তবে চিহ্নিত চোরাকারবারীদের তালিকা করে যৌথবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের আটকের অভিযান পরিচালনা করা হবে।
দেশকন্ঠ//

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।