• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ০৭:৫৮    ঢাকা সময়: ১৭:৫৮

মুন্সীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : বিপুলপরিমাণ কারেন্ট জাল জব্দ

দেশকন্ঠ অনলাইন : জেলার পঞ্চসার  ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় থেকে গতকাল সন্ধ্যায় ভ্রাম্যমাণ  আদালত অবৈধ কারেন্ট জালের আয়রন  কারখানায় অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের  সাড়ে ১৪ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টায়   মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন বনিকের নেতৃত্বে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের  ডিঙ্গাভাঙ্গা  এলাকায় একটি কারেন্ট জালের আয়রন কারখানায় ভ্রাম্যমাণ  কোর্ট পরিচালনা করা হয় ।এ সময় কারখানা থেকে  অবৈধ সাড়ে ১৪ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায়  ৩ কোটি টাকা।পরে এসব জব্দকৃত কারেন্টজাল  পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা এ টি এম তৌফিক মাহমুদ বলেন , নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ডিঙ্গাভাঙ্গা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোঃ হাসেম নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শামসুল রহমান , জেলা পুলিশ ও মুক্তারপুর  নৌ-পুলিশ এবং জেলা আনসার সদস্যগণ।
দেশকন্ঠ//

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।