• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:০৪    ঢাকা সময়: ১৪:০৪

হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ডের আদেশ

দেশকন্ঠ অনলাইন : জেলার বাহুবলে মা মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো: জেলার বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২), সিলেটের গুয়াইনঘাট সালুটিগড় এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫) ও বাহুবল উপজেলার হাজীবাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)। রায় ঘোষণা শেষে আসামিদের পুনরায় কারাগারে পাঠানো হয়।  

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামীরা ২০২১ সালের ১৭ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে।

এ সময় তারা বাসার মালামাল লুট করার চেষ্টা করে। এতে বাধা দিলে ডাকাতরা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে মালামাল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত চন্দ্র বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা প্রজিত সরকার ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২০ জনের সাক্ষ্য গ্রহণ ও আলামত বিশ্লেষণ শেষে আজ এ রায় ঘোষণা করেন।

হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত রায় কার্যাকরের দাবি জানান।

আসামীপক্ষের স্বজনরা রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা শিগগিরই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন বলে আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের জানান।
দেশকন্ঠ//

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।