• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:০৬    ঢাকা সময়: ১৭:০৬

গোপালগঞ্জে শ্মশানে আলোকসজ্জা দিয়ে দীপাবলি উদযাপন

দেশকন্ঠ অনলাইন : প্রয়াতের আত্মার শান্তি কামনা ও পৃথিবী থেকে অশুভ অন্ধকার দূর করতে জেলায় শ্মশানে  আলোকসজ্জা মধ্য দিয়ে দীপাবলি উদযাপন করা হয়েছে। প্রদীপ প্রজ্জলন, আলোকসজ্জা, সৌন্দর্য বর্ধণ, শাস্ত্র পাঠ, পূজা অর্চনা এবং ভক্তিগীতির আয়োজন ছিল এ উৎসবে। হিন্দু ধর্মাবলম্বীরা এতে অংশ নিয়ে প্রয়াতের জন্য প্রার্থনা করেন ।গত বুধবার রাতে গোপালগঞ্জ পৌর শ্মশানে এ উৎসবের অযোজন করে শ্মশান সংরক্ষণ কমিটি।

এছাড়ার শ্মশান কমিটির পক্ষ থেকে শ্মশানের কালি, শিব ম-প সহ অন্যান্য ম-প, বিশ্রমাগার, মুক্তি ধাম, সড়ক সহ সব স্থাপনায় প্রদীপ প্রজ্জ্বল করা হয় । পুরো শ্মশানকে অলোকের ঝর্না ধারায় উদ্ভাসিত করা হয়। পরিস্কার-পরিচ্ছন্ন ও শোভাবর্ধনের কাজ আগেই সম্পন্ন করা হয় কমিটির পক্ষ থেকে।

অলোর উৎসবে অংশ নেওয়া স্বাগতা দাস (২২) বলেন, প্রয়াতদের আত্মার শান্তি কামনায় এ উৎসবে অংশ নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করেছি। প্রার্থনা করেছি। এই আলো দিয়ে পৃথিবী থেকে অশুভ অন্ধকার দূর করার প্রত্যয় ব্যক্ত করেছি। শ্মশানের পূজায় অংশ নিয়ে বিশ্ব শান্তির প্রত্যাশা করেছি।

শ্মশান কালি মন্ডপের সেবাইত চন্ডি দাস বিশ্বাস (৬৫) বলেন, গত ৪০ বছর ধরে আমি শ্মশান ম-পের সেবাইতের কাজ করছি। ৩৫ বছর ধরে এখানে শ্মশান দীপাবলি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এ উৎসবে মিলিত হয়ে প্রয়াতের জন্য প্রার্থনা করি।মায়ের কাছে সকল অন্ধকার থেকে মুক্তি চাই। সেই সাথে দেশ, জাতি ও বিশ্বের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেছি।
দেশকন্ঠ//




 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।