• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:২৫    ঢাকা সময়: ২২:২৫

দিনাজপুর হাবিপ্রবির কেন্দ্রীয় মন্দিরে দীপাবলি উদযাপিত

দেশকন্ঠ অনলাইন : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে দীপাবলি উদযাপিত হয়েছে। বর্ণিল এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে  অংশ নিয়েছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,এই প্রথম হাবিপ্রবিতে নবাগত ভিসি অধ্যাপক ড. এনামউল্ল্যা যোগদানের পর, তার নিজের উদ্যোগে, সকল বৈষম্য অবসানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে উৎসব মুখোর পরিবেশে সনাতন ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের  শিক্ষার্থীরা দীপাবলি আয়োজনে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার  সন্ধ্যা থেকে  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ আয়োজন শুরু করা হয়।

দীপাবলির বিভিন্ন কর্মসূচির রাত ১২ টা পর্যন্ত চলমান ছিল।  অনুষ্ঠানে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোক সজ্জাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে  প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে এ উৎসব উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে পুরো সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  ভিসি অধ্যাপক ড. মো. এনামউল্যা, সনাতন বিদ্যার্থী সংসদের উপদেষ্টা  অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, প্রক্টর অধ্যাপক ড.মো.শামসুজ্জোহা,জনসংযোগ পরিচালক মো. খাদেমুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক অধ্যাপক ড. নিজাম উদ্দীনসহ সনাতন ধর্মাবলম্বী অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
দেশকন্ঠ//




 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।