• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৯:৩০    ঢাকা সময়: ১৯:৩০

সুনামগঞ্জে কমছে সবজির দাম

দেশকন্ঠ অনলাইন : স্থানীয় সবজি বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করায় জেলায় কমতে শুরু করেছে সবজির দাম। সোমবার শহরের সবজির বাজারে গিয়ে দেখা গেছে, সবজি ব্যবসায়ীরা স্থানীয় সবজি নিয়ে বাজারে পসরা সাজিয়ে বসেছেন।

সকালে পৌর কিচেন মার্কেটে সবজি কিনতে আসা দেবাশীষ দে জানান, গত সপ্তাহে সকল ধরনের সবজি ছিল একশত টাকার ওপরে। এখন ৫০ টাকা থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে।

একই সবজির বাজারের ক্রেতা আব্দুর রহিম জানান, স্থানীয় সবজি বাজারে আসায় সবজির দাম অনেকটা কমেছে। তবে স্থানীয় সীমে দাম এখনও একশত টাকার ওপরে রয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, শসা ২৫ থেকে ৩০ টাকা কেজি, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা কেজি, জিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা কেজি, লাউ ৪০ থেকে ৫০ টাকা প্রতি পিছ, বেগুন ৮০ থেকে ৯০ টাকা কেজি,  করলা ৬০ থেকে ৭০ টাকা কেজি, গাজর ১৩০ থেকে ১৫০ টাকা কেজি, লালশাক প্রতি আটি ১০ থেকে ১৫ টাকা, ডাটা প্রতি আটি ২০ থেকে ২৫ টাকা,মুলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকা, স্থানীয় সীম একশত টাকা থেকে ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।   

সবজি ব্যবসায়ী রিপন মিয়া জানান, স্থানীয় সবজি বাজারে আসতে শুরু করেছে। আগামী সপ্তাহের মধ্যে সবজির দাম আরও কমবে। তিনি জানান, যে লাউ গত সপ্তাহে একশত টাকায় বিক্রি হত আজ একই সাইজের লাউ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রিপন আরও জানান, পাশ্ববর্তী জেলা ময়মনসিং ও নেত্রকোনা বন্যা হওয়ায় এদুটি জেলা থেকে এবার সবজি না আসায় সুনামগঞ্জে সবজির দাম বেড়েছে। কারণ সুনামগঞ্জ হাওর এলাকা হওয়ায় হাওরের পানি নামার পর চাষীরা সবজি চাষ করেন। তিনি জানান, স্থানীয় সবজির চাহিদা বেশী রয়েছে।

 জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ৯৫০ হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে। বেগুন চাষ হয়েছে ১ হাজার ৫১২ হেক্টর জমিতে, ১ হাজার ১৫৬ হেক্টর জমিতে মুলা চাষ হয়েছে, সীম চাষ হয়েছে ১ হাজার ৭৪১ হেক্টর জমিতে, ডাটা ৫৫৫ হেক্টর জমিতে, ১৯৫ হেক্টর জমিতে করলা চাষ করা হয়েছে।

লাউ চাষ করা হয়েছে ১হাজার ২৩০ হেক্টর জমিতে, ৭৮০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া, ৭৯৫ হেক্টর জমিতে ফুলকপি, ৬১১ হেক্টর জমিতে বাধা কপি, ৪৪৭ হেক্টর জমিতে শসা, ৫৩৪ হেক্টর জমিতে লালশাক, ১৬৯ হেক্টর জমিতে রাইশাক, ১৯১ হেক্টর জমিতে বরবটি,  ৪০ হেক্টর জমিতে গাজর, ৬ হেক্টর জমিতে স্কোয়াশ, ৪৩ হেক্টর জমিতে পালংশাক, ১৪০ হেক্টর জমিতে পুঁইশাক, ৩১৭ হেক্টর জমিতে খিরা, ৫ হেক্টর জমিতে শালগম, ৭ হেক্টর জমিতে ওলকপি, ১২ হেক্টর জমিতে কলমিশাক, ৬ হেক্টর জমিতে পেঁপে, ১১০ হেক্টর জমিতে উচ্ছে চাষ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, জেলায় এবছর ১২ হাজার ৭৫ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শীতের সবজি চাষ হয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে স্থানীয় লাউ, মূলা, লালশাক, ডাটা, আগাম জাতের সীম বাজারে আসতে শুরু করায় সুনামগঞ্জে শীতকালীন সবজি দাম কমতে শুরু করেছে।
দেশকন্ঠ//

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।