• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৫১    ঢাকা সময়: ১৩:৫১

বরগুনায় আওয়ামী-লীগ নেতা নশা গ্রেফতার

দেশকন্ঠ অনলাইন : রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক  সাংগঠনিক  সম্পাদক মনিরুজ্জামান নশাকে রোববার রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌরসভার টাউন হল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বর্তমানে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বরগুনা থানা পুলিশ জানিয়েছে, গত ১০ আগস্ট বরগুনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এর পর ১২ আগস্ট সন্ধ্যার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের মোবাইলে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

১৪ আগস্ট ভোরে তাকে বরগুনা শহরের নিজবাসা থেকে পিবিআই গ্রেফতার করে। পরে দেশের প্রচলিত আইন অনুসারে বিষয়টি রাষ্ট্রদ্রোহিতার শামিল হওয়ায় বরগুনা থানার উপ-পরিদর্শক মো. শামীম দন্ডবিধির ১২৪ ধারায় বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় রোববার রাতে মনিরুজ্জামান নশাকে গ্রেপ্তার করা হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর ফোনালাপ ছড়িয়ে পড়ার ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় মনিরুজ্জামান নশাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
দেশকন্ঠ//

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।