• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:৫৭    ঢাকা সময়: ০৮:৫৭

কানাডার ব্র্যাম্পটনে হিন্দু মন্দিরে হামলা

  • মতামত       
  • ০৫ নভেম্বর, ২০২৪       
  • ১৪৩
  •       
  • ২০:২২:২৭

মৃণাল বন্দ্য, কানাডা থেকে : কানাডার অন্টারিওর ব্র্যাম্পটনে এক হিন্দু মন্দির ও উপস্থিত ভক্তদের ওপর হামলা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) এই হামলা হয়। হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। সোমবার সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে উদ্বেগ জানায় ভারতীয় হাই কমিশন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই বিষয়ে জানায়।
 
এক্স বার্তায় ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, গোটা ঘটনাটি যথেষ্ট উদ্বেগজনক। ভারতীয় নাগরিকদের নিরাপত্তার কথা ভেবেও আমরা শঙ্কিত। কনসুলেটের ক্যাম্পে এভাবে হামলা হওয়াটা অত্যন্ত হতাশাজনক। এর আগে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
 
ব্র্যাম্পটনের মন্দিরে সংঘর্ষের পর সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কিছু নেতারা শিখ কর্মীদের দোষারোপ করেছেন। হামলার ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ব্র্যাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন দোষীদের জন্য আইনের সর্বোচ্চ সীমার মধ্যে শাস্তি দাবি করেছেন।
 
এর আগেও একাধিকবার কানাডায় হিন্দু মন্দিরের উপর উগ্রবাদী হামলার ঘটনা ঘটেছে। ২০২২ সালের জুলাই মাস থেকে এখনও পর্যন্ত অন্তত ৬ বার দেশটির বিভিন্ন হিন্দু মন্দিরে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। দেওয়ালে লিখে দেওয়া হয়েছে ভারত-বিরোধী স্লোগানও। বিদ্বেষের শিকার হয়েছেন সেদেশে বসবাসকারী ভারতীয়রাও। কানাডায় হিন্দু মন্দির এবং ভারতীয়দের উপর ক্রমবর্ধমান হামলার ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।