• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:১৪    ঢাকা সময়: ২২:১৪

নরসিংদীর চরাঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি

দেশকন্ঠ অনলাইন : নরসিংদীর চরাঞ্চলে হঠাৎ ঝড়ো হাওয়াসহ ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। বিগত সময়ে এমন শিলাবৃষ্টি কারোই নজরে আসনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার করিমপুর, নজরপুর, রায়পুরা উপজেলার চর আড়ালিয়াসহ কয়েকটি ইউনিয়নের বেশ কিছু অঞ্চলে ব্যাপক হারে শিলাবৃষ্টি হয়।

স্থানীয় এলাকাবাসী জানায়, সন্ধ্যায় হঠাৎ করেই আকাশে কালো মেঘের দেখা দেয়। মুহূর্তেই সেটি ঝরের পাশাপাশি শিলাবৃষ্টিতে রূপ নেয়। পাঁচটা থেকে পৌণে ৬টা পর্যন্ত মুশলধারে শিলাবৃষ্টিতে ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে জানিয়েছেন সেখানখার কৃষকরা। তাছাড়া বিগত সময়ে এমন শিলাবৃষ্টি কারোই নজরে আসনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

শিলাবৃষ্টিতে ফসলের মাঠের বেশ কিছু স্থানে এক ফুট পর্যন্ত বরফ জমা হয়েছে বলেও দাবি করেন তারা। সেই সাথে শিলাবৃষ্টিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকান টিনের চালাসহ বেশকিছু স্থাপনা।

নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আজিজুর রহমান জানিয়েন, স্থানীয় কৃষকদের কাছ থেকে জানতে পেরেছি সদর ও রায়পুরার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে, তবে সেটির পরিমাপ করা যায়নি।

বর্তমানে শীতকালীন সবজির আবাদের মৌসুম চলমান রয়েছে। আগামীকাল স্থানীয় কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাপ নিরুপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।