• মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৮:৫০    ঢাকা সময়: ০৪:৫০

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশকন্ঠ অনলাইন : জেলায় বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)- এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজক কমিটির উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচী পালিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচীতে যোগ দেন।  

কর্মসূচীর শুরুতে মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।সকাল সাড়ে ৮টায় কলেজ ক্যাম্পাসে কালার ফেস্ট ও বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে কেক কাটের কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক পরিচালক ও মেডিসিনের বিভাগের প্রধান অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এবং সাবেক উপাধ্যক্ষ ও ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহ মো. শাজাহান আলী।

এসময় উপস্থিত ছিলেন ডা. মো. আ ফ ম আনোয়ার হোসেন, ডা. শরিফুল ইসলাম, উদযাপন কমিটির ডা. মো. আনিসুর রহমান, ডা. মো. ইউনুস আলী, ডা. মো. সাইফুর রহমান, ডা মোঃ আনোয়ার উল্লাহ শাহিন প্রমুখ।

বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় র‌্যাফেল ড্র ’র মাধ্যেমে অনুষ্ঠান সমাপনী ঘোষণা করা হয়। আজ মেডিকেল কলেজের ৩৩ -তম ব্যাচ প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরাও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ‘শজিমেক দিবস হিসেবে মনোনীত হয়।

উল্লেখ্য, ১৯৯২ সালে ৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ উদ্বোধন করেন।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।