• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:২৯    ঢাকা সময়: ২৩:২৯

বরগুনার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

দেশকন্ঠ অনলাইন : জেলার আমতলীতে বুধবার দুপুর ১২টায় মৎস্য বিভাগের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে পোনা মাছ অবমুক্ত করণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান করা হয় আমতলী উপজেলা পরিষদের অভ্যন্তরে। দুপুর ১২টার দিকে আমতলীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসের তত্বাবধানে পোনা অবমুক্ত করণ কার্যক্রম উদ্বোধন করেছেন আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম। এ সময়ে উপস্থিত ছিলেন আমতলীর  সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান, আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।

আমতলী উপজেলা মৎস্য অফিসের ফিল্ড ফ্যাসিলিটেটর ইশরাত হোসেন হিমেল জানান, উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি পুকুর ও জলাশয় এবং উন্মুক্ত খালে দেশীয়  প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।