• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৩:৩৬    ঢাকা সময়: ১৩:৩৬

নড়াইলের রুপগঞ্জে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্বোধন

দেশকন্ঠ অনলাইন : জেলা শহরের রুপগঞ্জ এলাকায় ইসলামি চক্ষু হাসপাতাল উদ্বোধন উপলক্ষে  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাসপাতাল কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আই হসপিটালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা: সোহেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সার, ইসলামি  চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: সরোয়ার হোসেন, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ।এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান মো: আবু কাওসার,ডা: আরাফাত হোসেন, ডা: মাহমুদুল হাসান প্রমূখ।আলোচনা সভা শেষে আগত রোগীদের সুস্থতা ও  হাসপাতালটির উত্তোরোত্তর সম্মৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

ইসলামি  চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: সরোয়ার হোসেন বলেন, বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ১০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে প্রতিদিন চক্ষু ও মাথাব্যাথা রোগী, চোখের ছানি পড়া,ঝাপসা দেখা,নেত্রনালীসহ চোখের যাবতীয় রোগের চিকিৎসা প্রদান করা হবে।এছাড়া রেটিনা, গ্লুকোমা ও ফ্যাকো বিশেষজ্ঞরাও রোগী দেখবেন এবং অপারেশন করবেন। উদ্বোধনী দিনে শতাধিক নারী-পুরুষকে ঢাকা থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা প্রদান করেন।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।