• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০২:৫৮    ঢাকা সময়: ১২:৫৮

মধ্যরাতে চট্টগ্রামে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ২ বাইকআরোহী নিহত

দেশকন্ঠ অনলাইন : চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।শনিবার  দুপুরে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার মধ্যরাত ১২টার পরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইপিজেড থানার ফ্রিপোর্ট অংশে লালখান বাজারমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।  

নিহতরা হলেন, মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬)। দু’জন নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওচিত্রে দেখা যায়, মোটরসাইকেল থেকে ছিটকে সড়কবাতির পাশে আটকে আছে একজন। অন্যজনের নিথর দেহ পড়ে রয়েছে কয়েক হাত দূরে। তার ১০ থেকে ১২ হাত দূরে তাদের বাইকটি। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল অফিস জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ১৭-৪৩১৮) সঙ্গে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজার যেতে সিইপিজেড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা খেলে দুই আরোহী ছিটকে পড়ে। এতে দু’জনই ঘটনাস্থলে প্রাণ হারান। তাদের একজন খুঁটিতে আটকে ছিলেন, অন্যজনের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।