দেশকন্ঠ অনলাইন : প্রতি বছরের মতো এ বছরও পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস লীলা বা রাস উৎসব। এ উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটকদের জন্য ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
আগামী শনিবার (১৫ নভেম্বর) শুরু হবে রাস উৎসব। এ উপলক্ষে তিন লাখ মানুষের সমাগমের আশা করছে প্রশাসন। তাই নতুন সাজে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গন। পরিচ্ছন্ন করা হয়েছে কুয়াকাটা সমুদ্রসৈকত।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়া শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম মন্দিরের গেট তৈরি থেকে শুরু করে প্যান্ডেল সাজানোর কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ১৭ জোড়া যুগল প্রতিমা।
এ বছর তিথি অনুযায়ী পূর্ণিমা শুরু হবে বৃহস্পতিবার ভোর ৫টা ১৩ মিনিটে, থাকবে শুক্রবার ভোররাত ৩টা ২ মিনিট পর্যন্ত। শুক্রবার দিনভর এবং রাতভর কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে চলবে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার ভোররাতে পুণ্যস্নান শেষ হবে। পরদিন কলাপড়া শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমে শুরু হবে ৫ দিনব্যাপী রাসমেলা।
রাস উৎসব ঘিরে ইতিমধ্যে কুয়াকাটা ও কলাপাড়ায় আসতে শুরু করেছে ভ্রাম্যমাণ দোকানিরা। এদিকে কুয়াকাটায় আগত দর্শনার্থীদের জন্য হোটেল মোটেলের ভাড়া ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পুণ্যার্থীদের সর্বোচ্চ নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক প্রকৌশলী নিহার রঞ্জন মন্ডল বলেন, রাস উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি আলোচনা, বাউল সংগীত ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কুয়াকাটায় লাখো মানুষের সমাগম ঘটবে আশা করছি।
কলাপাড়া রাস উদযাপন কমিটির আহ্বায়ক বিপ্লব বিশ্বাস বলেন, রাস উৎসব ঘিরে আমাদের মন্দিরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি পুণ্যার্থীরা নির্বিঘ্নে রাসমেলা উদযাপন করতে পারবেন।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাসান সাইফ বলেন, রাস উৎসবে কুয়াকাটায় আগত পর্যটকদের জন্য ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, রাস উৎসব উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা এবং উপজেলা পরিষদের প্রস্তুতি সভা হয়েছে। আশা করছি সুন্দর একটি রাস উৎসব উপহার দিতে পারব।
দেশকন্ঠ/এআর