• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১০:৪৯    ঢাকা সময়: ২০:৪৯

আশরাফুলের রংপুরের অনুশীলন শুরু

দেশকণ্ঠ অনলাইন : জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মাঠের ক্রিকেটকে পুরোপুরি বিদায় না জানালেও কোচ হিসেবে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। রংপুর রাইডার্সের কোচ হিসেবে বিপিএলে প্রস্তুতি শুরু করেছেন। অন্যদিকে চট্টগ্রাম কিংসের হয়ে খেলতে চুক্তিবদ্ধ হলেও দেশে এসে খেলা অনিশ্চিত সাকিব আল হাসানের। সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দল আফগানিস্তানের বিপক্ষে খেললেও ছিলেন না এই বাহাতি অলরাউন্ডার। থাকছেন না ওয়েষ্ট ইন্ডিজ সিরিজেও। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে এক সময় আয়োজিত হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। কালের পরিক্রমায় এই টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। তবে এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করছে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। ইতোমধ্যে তাদের ম্যাচসূচিও ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির।
 
এরপর দ্বিতীয় দিনেই অর্থাৎ ২৭ নভেম্বর মাঠে নামবে রংপুর। এই আসরে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিনিধি দলটির প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। হ্যাম্পশায়ার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছে রংপুর। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মাঠের একাডেমি প্রাঙ্গনে এদিন সকাল সকাল হাজির হন ক্রিকেটাররা। নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুবরাও রয়েছেন প্রথমদিনের অনুশীলনে। এছাড়া রংপুরের কোচের ভূমিকায় প্রথমবারের মতো দেখা গেল মোহাম্মদ আশরাফুলকে। রংপুর এবং ইংলিশ দলটি ছাড়া টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।
 
আশরাফুলের কোচিংয়ে ফুরফুরে মেজাজে প্রস্তুতি শুরু করলেও দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব হাসানের বিপিএলে খেলা অনিশ্চয়তার ঘেরাটোপে বন্দি হয়ে রয়েছে। তবে তার দল চট্টগ্রাম কিংস বিকল্প ভেবে রেখেছে। দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। কিন্তু আন্দোলনের মুখে দেশে ফেরা হয়নি টাইগার এই অলরাউন্ডারের। আসন্ন বিপিএলে সাকিব খেলবেন কি না এ নিয়েও আছে অনিশ্চয়তা। একাদশ আসরে চিটাগং কিংসে নাম লিখিয়েছেন সাকিব। চট্টলার ফ্র্যাঞ্চাইজিটিও সাকিবের খেলা নিয়ে নিশ্চয়তা দিতে পারলেন না। বিপিএলে সাকিবের খেলা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।
 
এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল চট্টগ্রাম কিংসের স্বত্তাধিকারী সামির কাদের চৌধুরীর কাছে। তিনি বলেন, ’এবারের বিপিএলে সেরা দলই গঠন করেছি আমার। এখনো এ বিষয়ে (সাকিবের বিপিএল খেলা) চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি আমাদের। আমরা একটা চিঠি পাঠাব দেখি।' সাকিব না খেললে শেষ মুহূর্তে দলে নতুন খেলোয়াড় ভেড়াতে হবে চিটাগংকে। সেক্ষেত্রে আলাদা করে কোনো পরিকল্পনা রয়েছে কি না এমন প্রশ্নে সামির বললেন, ’সাকিবকে নিয়ে সমস্যা তৈরি হওয়ায় বিকল্প ভাবনার পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। আমরা তিন চার জনের সঙ্গে কথা বলে রেখেছি। অলমোস্ট দুই জন পছন্দের আছে। এখন দেখা যাক আর কি।' বিপিএল শুরু হচ্ছে ৩০ ডিসেম্বরে। এরই মধ্যে টুর্নামেন্টটি সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বলা যায় কিছুটা আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে তারা।
 
চট্টগ্রাম কিংস কবে থেকে অনুশীলন শুরু করবে এমন প্রশ্নে ফ্র্যাঞ্চাইজিটির মালিক জানালেন, ’মাঠের বাইরের প্রস্তুতি কিন্তু আমরা শুরু করে দিয়েছিল। কোচ এবং কিছু খেলোয়াড় আগেভাগেই দলে যোগ দেবেন। সেটা হতে পারে আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে। শন টেইট ও এনামুল হক জুনিয়ররা এর মধ্যে চলে আসবে। এরপরই আমরা অনুশীলন শুরু করব। ম্যাচের আগে নিজেদের যথাযথ প্রস্তুত রাখার চেষ্টা থাকবে দলের’। অনেক বছর পর আবারও বিপিএলে ফিরছে চট্টগ্রাম কিংস। নিজেদের জার্সি উন্মোচন নিয়ে বড় চিন্তা আছে ফ্র্যাঞ্চাইজিটির, ’প্রত্যাবর্তনটা স্বরণীয় করতে অনেককিছুই করার পরিকল্পনা রয়েছে। টুর্নামেন্টে পছন্দের দলের জার্সি নিয়ে তো অনেক আগ্রহ থাকে দর্শকদের। আমরা সেটা বিবেচনায় রাখবো। সবকিছু ঠিক থাকলে দ্রুতই একটা অনুষ্ঠান করে উন্মোচন করা হবে। আনুমানিক পরবর্তী সপ্তাহের মধ্যে করার পরিকল্পনা রয়েছে।’
 
চিটাগাং কিংসের স্কোয়াড
সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।
 
রংপুর রাইডার্স স্কোয়াড
নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোহম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।
দেশকণ্ঠ/আসো 
 
 
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।