• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১১:৫২    ঢাকা সময়: ২১:৫২

আইপিএলে ইতিহাস গড়লেন পন্ত আইয়ার চাহাল

দেশকণ্ঠ অনলাইন : আগেই অনুমান করা গিয়েছিল আগামী আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) সবচেয়ে দামী খেলোয়াড় হতে যাচ্ছে ঋষভ পন্ত। ধারনাকে সত্যি করে পন্তের পাশে নাম লিখিয়েছেন শ্রেয়াস আইয়ার ও যুশবেন্দ্র চাহাল। ২৭ কোটি রুপিতে পন্ত, ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে আইয়ার ও ১৮ কোটিতে বিক্রি হয়েছেন চাহাল। ২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। সৌদি আরবের জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় রবিবার প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই রেকর্ড প্রথমে ভাঙেন আইয়ার। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। কিন্তু আইয়ারের রেকর্ড টিকলো মাত্র মিনিট বিশেকের মতো। একটু পরই লক্ষেèৗ সুপার জায়ান্টস ২৭ কোটি রুপিতে দলে ভেড়ায় ঋষভ পন্তকে।
 
এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার। টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় এখন পন্ত। পার্থ থেকে আইপিএলের নতুন রেকর্ডও হয়তো উদ্‌যাপন করছেন টিম হোটেলে! দিল্লি ক্যাপিটাল, হায়দরাবাদ ও লক্ষ্ণৌর মধ্যে মোটামুটি একটা কাড়াকাড়ি জমে ওঠে পন্তকে নিয়ে। শেষ পর্যন্ত জিতল লক্ষ্নৌ। আইপিএলের সবশেষ মৌসুমে দিল্লির অধিনায়ক ছিলেন পন্ত। ধারণা করা হচ্ছে, এবার লক্ষেèৗ নেতৃত্ব উঠতে পারে তাঁর কাঁধে। গতবার শ্রেয়াসের অধীনেই শিরোপা জিতেছিল কলকাতা। তবে এবার আর তাঁকে ধরে রাখেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আলোচিত মেগা নিলামে আইয়ারকে দলে পেতে নিলাম যুদ্ধে নেমেছিল কয়েকটি দল। এ যুদ্ধে ছিল সর্বশেষ দল কলকাতাও। আর তাতে চড়তে থাকে তার দাম। শেষ পর্যন্ত চলমান এ যুদ্ধে জয়ী হয়েছে পাঞ্জাব কিংস। প্রায় ২৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব।
 
যদিও ২০২৫ আইপিএলের নিলামে শুরুতেই ছিল দারুণ চমক। নিলামের প্রথম ক্রিকেটার ভারতীয় পেসার আর্শদীপ সিংকে কিনতে উঠেপড়ে লেগেছিল কয়েকটি দল। সানরাইজার্স হায়দরাবাদ বলেছিল ১৫ কোটি। কিন্তু আর্শদীপকে আরটিএম ব্যবহার করে ১৮ কোটি রুপিতে কেনে পাঞ্জাব কিংস। দুইদিনে মোট নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। তবে প্রথমদিন তোলা হয়েছে মাত্র ৮৪ জনকে। মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব। দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়াকে ১০ কোটি ৭৫ লাখ রূপিতে কিনেছে গুজরাট টাইটানস। দিনের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শ্রেয়াস আইয়ারকে। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে। মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দিলেন শ্রেয়াস আইয়ার।
 
এতদিন আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন স্টার্ক। ১৫ কোটি ৫০ লাখ রুপিতে গুজরাট টাইটানসে গেছেন জস বাটলার। ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লিতে মিচেল স্টার্ক। গত আসরে তার মূল্য ছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। এবার তার দাম কমেছে ১৩ কোটি। আইপিএলে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পন্ত। মোহাম্মদ শামিকে ১০ কোটি রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৭ কোটি ৫০ লাখ রুপিতে ডেভিড মিলারকে দলে নিয়েছে লক্ষেèৗ। তবে ১৮ কোটি রুপিতে যুবেন্দ্র চাহালকে কিনেছে পাঞ্জাব কিংস। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি স্পিনার এখন এই লেগি। যা তাকে তুলে দিয়েছে অনন্য এক উচ্চতায়। এদিকে প্রথমদিনে বাংলাদেশের কোন ক্রিকেটারকে নিলামে তোলা হয়নি। আলোচনায় থাকা তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানের ভাগ্যে কি রয়েছে সেটি জানা যাবে সোমবার। কি রয়েছে এই খেলোয়াড়দের ভাগ্যে সেটা দেখার জন্য উন্মুখ হয়ে আছে ক্রিকেটপ্রেমীরা। 
দেশকণ্ঠ/আসো 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।