• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৮:২৩    ঢাকা সময়: ১৮:২৩

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দেশকন্ঠ  অনলাইন : ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ক্যাম্পাস স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।রোববার দুপুরে শহরের আইডিয়াল রেন্সিডেনশিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে বিদ্যালয়ের সড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে পুরাতন কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের কয়েক ঘন্টাব্যাপী দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করে। পরে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যায়।

এ সময় বক্তব্য রাখেন কাজি মোঃ শারাফ হোসেন, আল বিন নিহান, চৈতি। তারা বলেন, প্রায় বিশ বছর ধরে পাইকপাড়া এলাকায় তাদের স্কুল ক্যাম্পাস চালু আছে। সম্প্রতি বিদ্যালয় ভবন বিক্রি করে দেওয়ায় ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের ক্যাম্পাস শহরের কলেজপাড়ায় স্থানান্তের ঘোষণা দেন। ৩১ ডিসেম্বরের মধ্যে পুরাতন ক্যাম্পাস ছেড়ে দিতে হবে।

এতে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ করে। বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নিমার্ণ না করে বিদ্যালয় ভবন স্থানান্তর করা যাবে না বলে জানান তারা।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।