• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১০:৫০    ঢাকা সময়: ২০:৫০

আইপিএল নিলামের প্রথম দিন কে কত দামে বিক্রি হলেন

  • ক্রীড়া       
  • ২৫ নভেম্বর, ২০২৪       
  •       
  • ১৫:৩০:৪৯

দেশকন্ঠ  অনলাইন : ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়লেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋসভ পান্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে পান্তকে কিনে নিয়েছে লক্ষ্মৌ সুপার জায়ান্টস।

আইপিএলের ২০২৫ সালের আসরকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় রোববার অনুষ্ঠিত নিলামে পান্তর বিক্রির আধা ঘন্টা আগে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়েন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার।

২৬.৭৫ কোটি রুপিতে অইয়ারকে দলে নিয়েছিল বলিউড তারকা প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। গেল বছর সর্বোচ্চ ২৪.৭৫ কোটি রুপিতে বিক্রি হওয়া অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের রেকর্ড ভেঙেছিলেন আইয়ার।

পরবর্তীতে আইয়ারের রেকর্ড ভাঙেন পান্ত।

এবারের নিলামে তৃতীয় সর্বোচ্চ ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার। তাকে দলে নিয়েছেন পুরানো দল কলকাতা নাইট রাইডার্স।

১৮ কোটি রুপিতে ভারতীয় স্পিনার যুজবেন্দ্রা চাহাল এবং পেসার অর্শদীপ সিংকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।

১৫.৭৫ কোটি রুপিতে জস বাটলারকে গুজরাট টাইটান্স এবং ১৪ কোটি রুপিতে লোকেশ রাহুলকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

এছাড়াও, ১২.২৫ কোটি রুপিতে মোহাম্মদ সিরাজ গুজরাট, ১১.৭৫ কোটি রুপিতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে দিল্লি, ১০.৭৫ কোটি রুপিতে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে গুজরাট, ১০ কোটি রুপিতে ভারতের মোহাম্মদ সামিকে সানরাইজার্স হায়দরাবাদ, ৮.৭৫ কোটি রুপিতে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনকে ব্যাঙ্গালুরু, ৭.৫০ কোটি রুপিতে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে নিয়েছে লক্ষ্মৌ।

৬.২৫ কোটি রুপিতে নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে চেন্নাই সুপার কিংস, দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করামকে ২ কোটি রুপিতে লক্ষ্মৌ, অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডকে ১২.৫০ কোটি রুপিতে ব্যাঙ্গালুরু, দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টিকে ৬.৫০ কোটি রুপিতে কলকাতা, ইংল্যান্ড জোফরা আর্চারকে ১২.৫০ কোটি রুপিতে কেনেছে রাজস্থান রয়্যালস।

ভারতীয় পেসার টি নটরাজনকে ১০.৭৫ কোটি রুপিতে দিল্লি, নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে ১২.৫০ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স, আফগানিস্তানের স্পিনার নূর আহমেদকে ১০ কোটি রুপিতে চেন্নাই দলে নিয়েছে।

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া বাংলাদেশী ১২ ক্রিকেটারের মধ্যে এখনও কেউ দল পায়নি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।