• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২০:৫৯    ঢাকা সময়: ০৬:৫৯

ছেলেদের সঙ্গে কথা বলতে ভয় লাগে মাহির

  • বিনোদন       
  • ০৪ ডিসেম্বর, ২০২৪       
  •       
  • ২১:৪৫:২৯

দেশকন্ঠ অনলাইন : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি তার জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, জীবনে প্রেমের চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগ দিয়েছেন, তিনি ছেলেদের সাথে কথা বলতে ভয় পেতেন। কিন্তু গত ৪-৫ বছরে তিনি ২ টা প্রেম করেছেন।

মাহি বলেন, জীবনে প্রেমের চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগ দিয়েছি। পড়াশোনা আমাকে জীবনের চমক এনে দিয়েছে।
 
তিনি আরও বলেন, অভিনয়ে আসার আগে মডেলিং করতাম। তারপর নাটকে অভিনয় শুরু করি। এখন চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তুত আছি।

বর্তমানে মাহি টিভিসি, ওভিসি এবং ফটোশুট নিয়ে ব্যস্ত আছেন। তিনি জানান, গত তিন মাসে মাত্র একটি নাটকে অভিনয় করেছি। এখন টিভিসি এবং ওভিসির শুটিং নিয়ে ব্যস্ত আছি।

মাহি তার ক্যারিয়ারে মানের দিকে বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, সংখ্যার চেয়ে মানের দিকে নজর দিতে চাই। কম কাজ করলেও মানসম্মত কাজ করতে চাই।

প্রেম ও বিয়ে নিয়ে মাহি বলেন, প্রেম যেমন ছিল তেমনই আছে। তবে বিয়ে নিয়ে আপাতত ভাবছি না। বিয়ে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। যখন কপালে থাকবে তখনই হবে। এখন কাজেই ডুবে থাকতে চাই।

সামিরা খান মাহি তার ক্যারিয়ারে মানসম্মত কাজের প্রতি গুরুত্ব আরোপ করে চলেছেন এবং ভবিষ্যতে চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তুত আছেন।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।