• বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৭:১১    ঢাকা সময়: ০৩:১১

ঢাবিতে নতুন ছাত্রী হল নির্মাণের উদ্যোগ

  • শিক্ষা       
  • ০৬ জানুয়ারি, ২০২৫       
  •       
  • ২২:০৫:৪৭

দেশকন্ঠ   অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে একটি নতুন ছাত্রী হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পটি’ বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে ইতোমধ্যেই বিভিন্ন ছাত্রী হলে বাঙ্ক বেড স্থাপনের মাধ্যমে বেশ কিছু আবাসনের ব্যবস্থা করেছে।

এছাড়া, বিশ্ব ব্যাংকের -হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তি চালুর বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আগামী শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যেসব শিক্ষার্থী ভর্তি হবে তারা এই বৃত্তির আওতায় আসবে বলে আশা করা যাচ্ছে।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।