• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৩:১৫    ঢাকা সময়: ২৩:১৫

রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব উদযাপন

দেশকন্ঠ   অনলাইন : বর্ণাঢ্য আয়োজনে  জেলায় আজ তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় জেলার কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানে অনুষ্ঠিত তারুণ্য উৎসবের বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি  শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল আলী মঞ্চ প্রাঙ্গণে  উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও জেলা  পুলিশ সুপার ড. এস এম  ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আছমা,রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী- বেসরকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারুণ্য উৎসবে  স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর ছাত্র ছাত্রীরা তাদের ঐতিহ্যবাহী  নিজস্ব পোশাকে সজ্জিত হয়ে তারুণ্য উৎসবের র‌্যালিতে অংশ নেয়।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।