• রবিবার, ০৯ মার্চ ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩১  নিউইয়র্ক সময়: ০১:০৫    ঢাকা সময়: ১১:০৫

চাঁদপুরে নৌপথে নিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে সভা

দেশকন্ঠ  অনলাইন : জেলায় আজ আসন্ন রমজান মাস ও ঈদ উল ফিতর ২০২৫ উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চলের পুলিশের সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান এ সভায় সভাপতিত্ব করেন।

সভায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, বাংলাদেশ নৌযান মালিক ফেডারেশনের কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ শাখার সভাপতি শাহ আলম, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, বাল্কহেড শ্রমিক ফেডারেশন, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানান এবং নৌ পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।