• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:৪২    ঢাকা সময়: ২২:৪২

নেত্রকোনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮০টি পরিবারের মধ্যে গরু বিতরণ

দেশকন্ঠ  অনলাইন : জেলার দুর্গাপুর উপজেলায় আজ সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮০ জনের মধ্যে এসব গরু বিতরণ করা হয়।

গরু বিতরণ অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমিত দত্ত, শিলা রানী দাস, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।এদিন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮০ জন নারী-পুরুষের মধ্যে জনপ্রতি একটি করে বকনা গরু এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।