দেশকন্ঠ অনলাইন : সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠার সুবাদে শৈশব থেকেই সংগীতের সঙ্গে নিবিড় সম্পর্ক মৌসুমী ইকবালের। ছোটবেলা থেকেই গানের প্রতি তার ভালোবাসা। সংগীতের প্রতি প্রেমকে পুঁজি করে গানে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে মৌসুমী ইকবাল শতাধিক মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। নিয়মিত গান করে চলেছেন এই গায়িকা। তারই ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে তার নতুন গান।
ফোক ঘরানার ‘বাউরা ছোঁড়া’ গানটির কথা ও সুর করেছেন আনোয়ারুল আবেদীন, সংগীতায়োজন করেছেন জিকো। গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে।নতুন এ গান নিয়ে মৌসুমী বলেন, “ফোক গানের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা আছে। সে কারণে ফোক ধাঁচের গান একটু বেশি করি। ‘বাউরা ছোঁড়া’ গানটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। সামনে আরো কিছু নতুন গানের পরিকল্পনা চলছে।”
শুধু অ্যালবাম বা সিঙ্গেল গানেই নয়, মৌসুমী ইতোমধ্যে নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন। তবে এখনো সিনেমার প্লেব্যাকে তার যাত্রা শুরু হয়নি। ভবিষ্যতে চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিতে চান বলে জানান মৌসুমী।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।