• বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:৩৩    ঢাকা সময়: ২৩:৩৩

একজন গুণী শিক্ষকের বিদায়বেলায় যেন শুধুই কান্না

দেশকন্ঠ  অনলাইন : কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের হল রুম। সবাই বসে আছেন। সবার মনই খারাপ। কেউ কেউ অশ্রসজল। কারণ এই স্কুলেরই সবার প্রিয় শিক্ষক শেখ গোলাম আহমেদের বিদায় সংবর্ধনা আজ। দীর্ঘ ২৮ বছর এই স্কুলেই দায়িত্বশীলতার সাথে শিক্ষকতা করেছেন গোলাম আহমেদ। 

সোমবার শেখ গোলাম আহমেদের বিদায়বেলায় বিদ্যালয় প্রাঙ্গনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও নানা উপহার সামগ্রী দিয়ে সম্মান জানায় শিক্ষক সহকর্মীসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন, তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন ছাত্র-ছাত্রীদের জন্য দিকনির্দেশক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস।

কথা বলতে গিয়ে কান্নায় গলা বুজে আসে গোলাম আহমেদেরও। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘এই বিদ্যালয়, এই শিক্ষার্থীরা আমার প্রাণ। তাদের ভালোবাসা ও সম্মানই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”শেখ গোলাম আহমেদ দীর্ঘ শিক্ষকতা জীবনে বহু গুণী ছাত্র ছাত্রী তৈরী করেছেন। যে কারনে আজ তার বিদায়বেলায় সবাই অশ্রুভারাক্রান্ত বলে মনে করেন এলাকাবাসী।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।