• বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২  নিউইয়র্ক সময়: ০৬:৩৫    ঢাকা সময়: ১৬:৩৫

কাব্যকুহুকের পরিবেশনায় অনুষ্ঠিত হলো ‘কাব্য-সুরে বর্ষা বিদায়’

দেশকন্ঠ  অনলাইন : আবৃত্তি সংগঠন কাব্যকুহুক ও পারফরমার্স ক্লাব’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো আবৃত্তি প্রযোজনা ‘কাব্য-সুরে বর্ষা বিদায়।’ বর্ষার বিদায়ক্ষণকে কেন্দ্র করে কবিতা ও সুরের মনোমুগ্ধকর এই আয়োজনে দর্শক-শ্রোতারা উপভোগ করেন ভিন্নধর্মী পরিবেশনা।  শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আয়োজিত অনুষ্ঠানের গ্রন্থনা ও নির্দেশনা দেন আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে কবিতা পরিবেশনার মাধ্যমে বর্ষার সৌন্দর্য, বেদনা ও আবেগের ছবি ফুটে ওঠে। পরবর্তী ধাপে আবৃত্তি শিল্পী ফারহানা তৃনার একক আবৃত্তি, সংগীত ও সমবেত পরিবেশনা মিলিয়ে দর্শকরা উপভোগ করেন বর্ষার নানা রূপ—ঝরঝরে বৃষ্টি, কদমফুলের সৌরভ, গ্রামীণ জীবনের দৃশ্যপট, বিদায়ের ব্যথা ও নতুন ঋতুর আগমনী সুর।অনুষ্ঠানে শুভেচ্ছা বাণী দেন আবৃত্তি শিল্পী আশরাফুল আলম। আবৃত্তির পাশাপাশি আবহ সংগীতে ছিলেন আনিকা। কাব্যকুহুকের নবীন ও শিশুশিল্পীদের অংশগ্রহণ এই আয়োজনকে দেয় এক অনন্য মাত্রা।

কাব্যকুহুক-এর পরিচালক ফারহানা তৃনা বলেন, ‘বর্ষা বিদায় মানেই শুধু ঋতুর পরিবর্তন নয়; এর ভেতরে থাকে মানুষের হৃদয়ের গভীর আবেগ ও স্মৃতির মেলবন্ধন। আমরা চেষ্টা করেছি আবৃত্তি ও সুরের ভেতর দিয়ে সেই আবেগ দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। এ আয়োজন আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাসই আমাদের অনুপ্রেরণা।’
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।