• বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২  নিউইয়র্ক সময়: ০৬:৩৫    ঢাকা সময়: ১৬:৩৫

প্রথম নারী থ্রিলার লেখক হিসেবে পুরস্কার পেলেন সোহানী শিফা

দেশকন্ঠ  অনলাইন :  থ্রিলার লেখক হিসেবে পুরস্কার পেয়েছেন সোহানী শিফা। দেশের প্রথম নারী থ্রিলার লেখক এই পুরস্কার পেলেন। এই অর্জনে তাকে দেওয়া হয়েছে সংবর্ধনা।সোমবার (২৬ মে) রাজধানীর শান্তিনগরে স্কাই সিটি বাংকেট হলে Excellence in Success Award 2025 প্রদান করা হয়।

সামাজিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং ভার্চুয়াল ক্ষেত্রে যারা বছরজুড়ে অনন্য অবদান রেখে চলেছেন, তাঁদের সম্মানিত করতে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। প্রায় ২০টি বিভাগে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পুরষ্কার হাতে পেয়ে সোহানী শিফা তার অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি মনে করেন, নারীরা এখন আরো লিখতে আগ্রহী হবে। সাহিত্য ও সংস্কৃতিতে যা নতুন দার উন্মোচন করবে।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে ছিলেন জয়নুল আবেদীন , সম্মানিত সিনিয়র অ্র্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি, সভাপতি, বাংলাদেশ আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরজাদা শহীদুল হারুন পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব (অবঃ) অর্থ মন্ত্রণালয়। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন গ্রীণ লিফ ম্যাগাজিন উপদেষ্টা ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা- চেয়ারম্যান লায়ন মো. মজিবুর রহমান।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব আপেল মাহমুদ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। শফিকুল ইসলাম রাহী, সাধারণ সম্পাদক, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, কেন্দ্রীয় কমিটি।

সাবনিন ইসলাম সানান, সিনিয়র অভিনেত্রী দিলারা জামান,নতুন রত্না, রুনা খান। অভিনেত্রী নতূন, আখিঁ আলামগীর, সাজিয়া সুলতানা পুতুল, নওশবা,ভাবনা,আব্দুল নুর ক্যাপ্টেন মহসিন আলম মিডিয়া ব্যাক্তিত্ব কারু কৃষাণ সহ আরও অনেক গুনিজন, সেলিব্রিটি ও মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।২০১৮ সাল থেকে World of Unity এবং গ্রীন লিফ পরিবার সম্মানের সাথে এই আয়োজন করে আসছে।

সোহানী শিফা কবিতা আবৃত্তি করতে এবং লিখতে পছন্দ করেন। ২০১১ সালে অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয় তার প্রথম ক্রাইম থ্রিলার উপন্যাস "বয়ফ্রেন্ড ডট কম”। কিন্তু তিনি তার লেখা দ্বিতীয় উপন্যাস "লাশ নম্বর ৪০৩" প্রকাশের পর ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করেন। তার লেখা থিলার উপন্যাসগুলো হচ্ছে, বয়ফ্রেন্ড ডট কম, লাশ নম্বর ৪০৩, এবং ৮৬ জনসন রোড। তিনি বই পড়তে পছন্দ করেন এবং সোশাল মিডিয়ার মাধ্যমে তার পড়া বইয়ের রিভিউ করে অন্যদের বই পড়তে উৎসাহিত করেন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।