• সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৮:২৬    ঢাকা সময়: ০৪:২৬

শৈশবের পূজাই বেশি আনন্দের পূজা সেনগুপ্তের কাছে

  • বিনোদন       
  • ০২ অক্টোবর, ২০২৫       
  • ৩০
  •       
  • ০০:৫২:৩২

দেশকন্ঠ  অনলাইন : নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। চট্টগ্রামের মেয়ে। তবে ছোটবেলা থেকেই ঢাকায় থাকেন। ফলে দুর্গাপূজা উদযাপনও রাজধানীতেই হয় তার। এবারের উৎসব আর শৈশবের স্মৃতির গল্প শুনিয়েছেন সমকালের পাঠকদের।

পূজা সেনগুপ্ত বলেন, পরিবারের সঙ্গেই পূজার আনন্দ ভাগাভাগি করেছি। আমার দুটো পরিবার। একটি নিজের পরিবার-পরিজন, অন্যটি নাচের দলের সদস্যরা। প্রতিবছরই একটি দিন আমার নাচের স্কুল তুরঙ্গমীর সবাই মিলে আনন্দ করি। বাকি তিন দিন বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের জন্য থাকে।

কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন তাও জানান এই নৃত্যশিল্পী। বললেন- এবার পূজা দেখতে বনানী পূজামণ্ডপ, জগন্নাথ হল, খামারবাড়িসহ অনেক মন্দিরেই গিয়েছি। বুধবার গিয়েছিলাম উত্তরায়। আজ দশমীর দিনে বনানী পূজামণ্ডপে আনন্দময় সময় কাটিয়েছি। বিসর্জনেও অংশ নিয়েছি।

মায়ের স্মৃতি মনে পড়ে পূজার। বলেন, মাকে হারানোর পর পূজার আনন্দটা একটু ম্লান হয়ে গেছে। জীবন আসলে চলমান। আমাদের চারপাশে যারা আছেন, তাদের জন্য আমাদের ভালো থাকতে হয়।

উৎসব মানেই উপহার। সেই কথাও জানালেন- এবার পূজায় উপহার পেয়েছি, নিজেও দিয়েছি। ছোটবেলা থেকে ঢাকাতেই পূজা উদযাপন করছি। তবে গ্রামের বাড়ি চট্টগ্রামে একবার পূজা উদযাপন করেছিলাম। শৈশবে পূজায় খুব আনন্দ হতো। এখন আনন্দটা অন্য রকম। পূজায় জগন্নাথ হলসংলগ্ন মেলা বেশ উপভোগ করি।

আমার কাছে পূজার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো দুর্গা প্রতিমা। প্রতিমার শৈল্পিক দিক ও প্রতিমার ভেতরকার শক্তির ব্যাপারটি বেশি আকর্ষণ করে। পূজায় মসলিন, রাজশাহী সিল্ক, জামদানি ও সুতির শাড়ি পরতে পছন্দ করি, যোগ করেন পূজা সেনগুপ্ত।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।