দেশকন্ঠ অনলাইন : বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ অক্টোবর পর্যন্ত সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ ১৪ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে দেশে ৮ হাজার ৫৭৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭ হাজার ৪৯৭ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অক্টোবর মাসের প্রথম ১১ দিনে প্রবাসীরা ৯৮৮ মিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯৫৪ মিলিয়ন ডলার।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।