• বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২  নিউইয়র্ক সময়: ০৯:৪২    ঢাকা সময়: ১৯:৪২

সাবেক রাষ্ট্রপতির বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

দেশকন্ঠ   অনলাইন : কিশোরগঞ্জ জেলার ভৈরবে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়িটি (আইভি ভবন) এখন কিন্ডারগার্টেন স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত বছরের ৫ আগস্টের পর নিস্তব্ধ এই বাড়িটি এখন সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল নামেই পরিচিত। খোঁজ নিয়ে জানা যায়, ভৈরবের প্রবীণ শিক্ষক অধ্যক্ষ আবদুল বাসেত এই বাড়িটির নিচতলা ভাড়া নিয়ে স্কুল কার্যক্রম পরিচালনা করছে। স্কুল কার্যক্রম পরিচালনার জন্য বাড়িটির নিচতলা ভাড়া নেয়া হলেও দোতালা ভাড়া দেয়া হয়নি। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের চাচাতো ভাই তারা মিয়ার ছেলে নইম মোল্লার সহায়তায় এই ভবনটি ভাড়া নেয়া হয়। নইম মোল্লা এই শিক্ষা প্রতিষ্ঠানের এজন অংশীদার বলে জানা যায়। 

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর  সারা দেশের মতো ‘আইভি ভবন’ টিতেও দুর্বৃত্তরা ভাঙচুর, লুটপাট ও অগ্নসিংযোগ করে। এরপর থেকে প্রায় একবছর বাসাটি তালাবদ্ধ অবস্থায় পরত্যিক্ত হয়ে পড়েছিল। জিল্লুর রহমানের  ভৈরবে আত্মীয়-স্বজন থাকলেও  বাড়টিতে কেউ যেতেন না এবং সংস্কারও করেননি। তবে  উৎসুক মানুষ বাড়ির বাইরে  থেকে পরিত্যক্ত এই বাড়িটি দেখতে যেতেন এবং ছবি তুলতেন। হঠ্যাৎ  এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের চোখে পড়ে ঐ ভবনের সামনে কিন্ডারগার্ডেন স্কুলের নাম ফলক। এরপরই সকলের মধ্যে এটি নিয়ে কৌতূহলের উদ্বেগ হয়।

এ বিষয়ে ঐ স্কুলের মালিক অধ্যক্ষ আবদুল বাসেত জানান, আমার স্কুলটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। তখন জিল্লুর রহমানের চাচাতো ভাই তারা মিয়া আমার ব্যবসার অংশীদার ছিলেন। তিনি মারা যাওয়ার পর তার ছেলে নইম মোল্লা এখন অংশীদার হিসেবে আমার সাথে আছেন। মুলত নইম মোল্লাই জিল্লুর রহমানের বাসাটি ভাড়ার জন্য ব্যবস্থা করে দেন। এরপর নইম মোল্লা শর্ত মোতাবেক নিজ অর্থায়নে বাড়িটি সংস্কার করে দিলে নিচতলায় স্কুল কার্যক্রম পরিচালনা করছি। বাড়ি মেরামতে যে টাকা খরচ হয়েছে সেটা প্রতিমাসে ভাড়া থেকে কেটে রাখা হচ্ছে।  এ বিষয়টি জানতে জিল্লুর রহমানের পরিবার বা তার আত্মীয়-স্বজনকে খোঁজ করে পাওয়া যায়নি। তার দুইজন মেয়ে রয়েছে তবে তারাও কোথায় সে ব্যাপারেও  কোন তথ্য পাওয়া যায়নি।
দেশকন্ঠ/এআর 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।