হাঁসাইগাড়ী বিলে উপচে পড়া ভীড়

  • ২৩ সেপ্টেম্বর, ২০২৪       
  • ৬৩
  •       

দেশকণ্ঠ অনলাইন :  জেলার মিনি কক্সবাজার বলে খ্যাত হাঁসাইগাড়ী বিলের সৌন্দর্য দেখতে প্রতিদিন বিকেলে দেখা যায় হাজারো মানুষের ভীড়। সব বয়সের নারী, পুরুষ, যুবক, যুবতী, কিশোর, কিশোরী, শিশু, বৃদ্ধ সব পেশার মানুষের উপস্থিতিতে হাঁসাইগাড়ী বিলের পাশের রাস্তাটি হয়ে উঠে মুখরিত।
 
ইতিমধ্যে এই বিলের অবারিত রুপালী জলের ধারা বিনোদন প্রিয় মানুষের কাছে আকর্ষণীয় স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে। নওগাঁ ছাড়াও আশে-পাশের রাজশাহী, নাটোর, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলে-দলে দর্শনার্থীরা এখানে আসেন। 
 
জেলার সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে এই বিলের অবস্থান। হাঁসাইগাড়ী বিলকে দুইভাগ করে নির্মিত হয়েছে নওগাঁ জেলা সদর থেকে হাঁসাইগাড়ী ইউনিয়নের কাটখইড় পর্যন্ত পাকা সড়ক। এই সড়ক নির্মাণের পর থেকেই হাঁসাইগাড়ী বিলের অবারিত সৌন্দর্য মানুষের দৃষ্টিগোচর হয়। জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে এই বিলের অবস্থান। শহরের গোস্তহাটির মোড় থেকে বিভিন্ন যানবাহনে করে বিলে যাওয়া যায়। 
 
পুরো বর্ষা মৌসুমে প্রতি বিকেল দর্শনার্থীদের ভীড়ে মুখরিত থাকে এই সড়কটি। এখানে এসে শুধু দাঁড়িয়ে রুপালী জলের অবারিত সৌন্দর্য উপভোগ করাই নয়, ব্যবস্থা রয়েছে নৌ-ভ্রমণেরও। চুক্তিভিত্তিক নৌকায় চড়ে বিলে ঘুরে বেড়ানো ভ্রমণ পিপাসুদের বাড়তি আনন্দ যুক্ত হয়। এলাকার শতাধিক মানুষ নৌকা বেয়ে প্রতিদিন ভালো আয় করে থাকেন। তারা প্রতি ঘন্টা নৌকার ভাড়া নিয়ে থাকেন ৩০০ থেকে ৪০০ টাকা।  বিক্রি হয় পদ্মফুল, পদ্মখোঁচা। এভাবে অনেক পরিবারের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।  দুপুরের পর বিভিন্ন দিক থেকে ভ্রমণ পিপাসুদের গন্তব্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠে হাঁসাইগাড়ী বিল। বিকেল হতে না হতেই বিল পাড়ের এই রাস্তাটি হয়ে উঠে লোকে লোকারণ্য। পুরো বর্ষা জুড়ে চোখে পড়ে এমন দৃশ্য। 
 
বর্ষা শেষে এখানকার চিত্র পুরোটাই পাল্টে যায়। বোরো ধানের আবাদে সবুজ হয়ে উঠে। সেই সবুজ ক্রমেই সোনালী ধানের ক্ষেতে রূপান্তরিত হয়। হেমন্তের সেই আরেক সৌন্দর্য। সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ জানান, হাঁসাইগাড়ী বিলের অবারিত সৌন্দর্য খুবই আকর্ষণীয়। এখানে দর্শনার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে আরও কিভাবে পর্যটকদের আকৃষ্ট করা যায় সে ব্যাপারে প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। 
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।