দেশকন্ঠ ডেস্ক : বিএমডব্লিউ নতুন এক গাড়ি নিয়ে হাজির হয়েছে। যেখানে গাড়ির মালিক চাইলেই এর রং পরিবর্তন করতে পারবে। এজন্য তাকে বাড়তি কোনো অর্থ খরচ করতে হবে না। বৈদ্যুতিক গাড়ির ভেতরে থাকা সুইচ চাপলেই রং পরিবর্তন হয়ে যাবে। নিজ থেকেই রং পরিবর্তন করতে সক্ষম গাড়িটি তৈরি করেছে বিএমডব্লিউ।বিএমডব্লিউ আই ভিশন ডিইই (ডিজিটাল ইমোশনাল এক্সপেরিয়েন্স) কনসেপ্ট ইভি স্পোর্ট মডেলের গাড়িটির দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস)।
বুধবার গাড়িটি প্রদর্শন করা হয়। এতে গাড়ির বিভিন্ন কার্যকারিতা তুলে ধরেন বিএমডব্লিউর প্রকল্প ব্যবস্থাপক স্টেলা ক্লার্ক। মাঝামাঝি সাইজের গাড়িটিতে ৩২টি রং সংমিশ্রন করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে এটি বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।