• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৮:৪৭    ঢাকা সময়: ০৪:৪৭

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইইবির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

দেশকন্ঠ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বংলাদেশ (আইইবি)-এর নবনির্বাচিত কমিটির সদস্যরা। ১২ ফেব্রুয়ারি রোববার আইইবির নির্বাচনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের মনোনীত প্যানেলের নবনির্বাচিত প্রেসিডেন্ট আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এসএম মঞ্জুরুল হক মঞ্জুর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন আইইবির নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ এবং ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শীবলু। নবনির্বাচিত সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার মো. রনক আহসান, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী এবং ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন।
 
এতে আরও উপস্থিত ছিলেন আইইবির ঢাকা কেন্দ্রের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার  শেখ মাসুম কামাল, ইঞ্জিনিয়ার মো. হাবিব আহমেদ হালিম মুরাদ এবং নবনির্বাচিত সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম, আইইবির বিভিন্ন বিভাগের নবনির্বাচিত কমিটির সদস্যসহ বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সব নেতা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।