দেশকন্ঠ ডেস্ক : আগামী জুনের কোনো এক সময় নিজেদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বাজারে উন্মুক্ত করবে গুগল। প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংকে টেক্কা দিতে এ উদ্যোগ নিয়েছে মার্কিন সার্চ ইঞ্জিনটি। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, আগামী ১০ মে নিজেদের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে বহুল প্রত্যাশিত স্মার্টফোনটি বাজারে ছাড়ার দিনক্ষণ ঘোষণা করার পরিকল্পনা করছে গুগল।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের অঙ্গপ্রতিষ্ঠানটির আসন্ন পিক্সেল ফোল্ডের কোড নাম ‘ফেলিক্স’। ভাঁজযোগ্য এ স্মার্টফোনে সবচেয়ে টেকসই ডেটিং অ্যাপ হিঞ্জ থাকবে। গুগলের নতুন স্মার্টফোন কিনতে খরচ পড়বে ১৭০০ ডলার। যেখানে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ক্রয়ে ব্যয় হয় ১৭৯৯ ডলার। স্বাভাবিকভাবেই কোরীয় প্রতিষ্ঠানটিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে মার্কিন কোম্পানিটি।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।