• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:০০    ঢাকা সময়: ২২:০০

বাংলাদেশে আসিতেছে রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি ১১ প্রো প্লাস

দেশকন্ঠ ডেস্ক : ইতিমধ্যেই রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজ ভারতে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছে রিয়েলমি ১১ প্রো ৫জি এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি - এই দুই ফোন। মে মাসে চিনে এই ফোনগুলি লঞ্চ হয়েছিল। এবার দেখে নেওয়া যাক ভারতে রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজের ফোনগুলির দাম এবং র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট। রিয়েলমি ১১ প্রো ৫জি ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে। এই মডেলের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি- এই দুই ভ্যারিয়েন্ট। এই দুইমডেলের দাম যতাহক্রমে ২৪,৯৯৯ টাকা এবং ২৭,৯৯৯ টাকা।
 
১৬ জুন থেকে অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে রিয়েলমির ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু রিটেল দোকানে। রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হয়েছে দুটো ভ্যারিয়েন্টে। একটিতে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ, যার দাম রয়েছে২৭,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ১২ জিবি র‍্যাম এবগ ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। ১৫ জুন থেকে শুরু হবে বিক্রি।
 
রিয়েলমি ১১ প্রো ৫জি এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি- এই দুই ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
 
এই দুই ফোনে রয়েছে ৬.৭ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত কার্ভড ডিসপ্লে। এছাড়াও রয়েছে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট।
 
রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজের এই দুই ফোনে একটি অক্টা-কোর ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর রয়েছে।
 
রিয়েলমি ১১ প্রো ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে যা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশ যুক্ত। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
 
রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সগে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
 
দুটো ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট। রিয়েলমি ১১ প্রো প্লাস মডেলে রয়েছে ১০০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। অন্যদিকে রিয়েলমি ১১ প্রো ফোনে রয়েছে ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। 
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।