• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২১:২৬    ঢাকা সময়: ০৭:২৬

শিক্ষকতায় ফিরলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা

দেশকন্ঠ ডেস্ক : আলিবাবা প্রতিষ্ঠার আগে জ্যাক মা’র প্রথম পেশা ছিল শিক্ষকতা। স্নাতক সম্পন্ন করার পর তিনি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়াতেন। আবারও ফিরলেন সেই পেশায়। ইউনিভার্সিটি অফ টোকিওতে খণ্ডকালীন শিক্ষক হিসাবে পড়ানো শুরু করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। চীন সরকারের দমন অভিযানে দেশটির শীর্ষস্থানীয় উদ্যোক্তা হিসাবে সুপরিচিত মা বেশ কিছুদিন আগেই ব্যবসায়িক সাম্রাজ্য থেকে সরে এসেছেন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়, ব্যবস্থাপনা দর্শন এবং তা থেকে কিভাবে সাফল্য অর্জন করা যায় সেটি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দুই ঘণ্টার সেমিনারে অংশ নেন তিনি। বিবৃতিতে জানানো হয়, সেমিনারটিতে জ্যাক মা জাপান, চীন, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীদের সঙ্গে ‘উদ্ভাবন ও ব্যবসায় সুযোগ সৃষ্টিতে নেতৃত্ব দেওয়ায় তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান’ তুলে ধরেন।

২০২০ সালের শেষের দিকে চীন সরকারের নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করার পর জনসম্মুখ থেকে অনেকটা হারিয়েই যান বর্ণাঢ্য ও আলোচিত এ শীর্ষ ব্যবসায়ী। চীনের প্রযুক্তি জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে পরিচিত মা’র হারিয়ে যাওয়া জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়।গত পহেলা মে তিনি ইউনিভার্সিটি অফ টোকিওতে অধ্যাপক হিসাবে যোগদান করেন এবং বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল প্রোফাইল বলছে যার মেয়াদকাল ৩১ অক্টোবর ২০২৩।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।