• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ১৩:১৬    ঢাকা সময়: ২৩:১৬

ঈদে স্মার্ট অফার

দেশকন্ঠ অনলাইন : ঈদুল আজহা উৎসবে বিশেষ অফার ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। ব্র্যান্ডের ভি আর ওয়াই সিরিজের বেশ কিছু স্মার্টফোন কিনলেই ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ উপহার মিলবে। যা ঈদ পর্যন্ত চলবে।

ভিভো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্র্যান্ডের ওয়াই-১৮, ওয়াই-১৭এস, ওয়াই-২৭এস, ওয়াই-৩৬, ভি২-৯ই মডেলের যেকোনো মডেল কিনলেই উপহার প্রযোজ্য হবে। উপহারে থাকছে রিরো বি-১০ নেকব্যান্ড, ছাতা, তিন শ টাকার রিরো ভাউচার, টি-শার্ট ও জিপি অফার।

কিছুদিন আগে উন্মোচিত হয় ওয়াই-১৮ মডেল। স্মার্টফোনে থাকছে ৯০ হার্জ হাই ব্রাইটনেস ডিসপ্লে, ৬ জিবি র‌্যামের সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা, মিডিয়াটেক জি৮৫ হেলিও প্রসেসরসহ বিশেষ ফিচার। ওয়েভ অ্যাকুয়া ও মোকা ব্রাউন নামের নান্দনিক দুটি রঙে পাওয়া যাবে মডেলটি। দাম ১৫ হাজার ৯৯৯ টাকা।

অন্যদিকে ভি সিরিজেও থাকছে বেশ কিছু অফার। ব্র্যান্ডটির ভি-৩০ ও ভি-৩০ লাইট স্মার্টফোন ঈদ আনন্দ বাড়িয়ে দিতে দিচ্ছে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার। ভি-৩০ মডেল কিনলে উপহার থাকবে রিরো ঘড়ি ডব্লিউ-ওয়ান প্রো।

ভি সিরিজের সর্বশেষ আপডেট মডেল ভি-৩০ লাইট পছন্দ করেন তাদের ঈদকে রাঙাতেও উপহার দেবে ব্র্যান্ডটি। ভি-৩০ লাইট মডেলে ঈদ উপহারে থাকছে রিরো টিডব্লিউএস ওয়ারলেস এয়ারফোন এল-১৩। ঈদ উপহারের মিলবে ই-স্টোরে।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।