• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৯:৩৫    ঢাকা সময়: ১৯:৩৫

বন্ধুদের নিয়ে ইউটিউব প্লেলিস্ট বানাবেন যেভাবে

দেশকন্ঠ অনলাইন : পরিবারের সদস্য কিংবা বন্ধুদের নিয়ে সহজে পছন্দের গানের প্লেলিস্ট তৈরির সুবিধা দিচ্ছে ইউটিউব। ইউটিউব মিউজিক ইন্টারনেট জগতে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম।  

ইউটিউব মিউজিকে কোলাবরেটিভ প্লেলিস্ট তৈরি করার ক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। এতে বন্ধু ও কাছের মানুষেরা যুক্ত হতে পারবে।

প্লেলিস্ট তৈরি করবেন যেভাবে
* প্রথমে স্মার্টফোনে থাকা ইউটিউব মিউজিক অ্যাপ চালু করে লাইব্রেরিতে প্রবেশ করুন।
* এরপর ‘‍+নিউ অপশন’ ক্লিক করে প্লেলিস্ট নির্বাচন করতে হবে।
* প্লেলিস্টের একটি নাম দিন। চাইলে কিছু বর্ণনাও যুক্ত করতে পারবেন।
* সবশেষে ক্রিয়েট অপশন নির্বাচন করুন।

প্লেলিস্টে বন্ধুদের যুক্ত করবেন যেভাবে
*ইউটিউব মিউজিক অ্যাপ চালু করে লাইব্রেরিতে প্রবেশ করুন।
*প্লেলিস্ট অপশন চেপে ধরতে হবে।  
* এরপর ডিসপ্লেতে দেখানো এডিট আইকনে ক্লিক করে কোলাবরেট নির্বাচন করতে হবে।
* প্রাইভেসি সেটিংস পাবলিক করুন।
* এরপর ‘কোলাবরেটর ক্যান অ্যাড সংস অ্যান্ড ভিডিওজ’ চালু করলেই প্রক্রিয়া শেষ হবে।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
দেশকন্ঠ//

 

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।