• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:৩২    ঢাকা সময়: ২২:৩২

পিয়াস মজিদের কবিতা

দেশকন্ঠ অনলাইন :  ইস্তাম্বুল অবিরাম
রুমি হয়ে
নিরুদ্দেশ তাবরেজির দিকে
পা বাড়িয়ে দেখি
প্রজাতন্ত্রের পতাকায় ছেয়ে গেছে
সব আত্মারও দেয়াল।
বিপ্লবের রুহ রাষ্ট্রের হেফাজতে
রাজপথ রোদ পোহায়
বসফরাসের তীরে।
এই শীতে
ঘর থেকে না বেরিয়েও
আমাকে তুমি
অর্ডার করে আনতে পারো
গরমাগরম অনলাইনে;
আধা আশেক

বাকিটা শরাবি
মিলেঝুলে চালিয়ে নেব
শরিয়ত-বেদাত,
আপাতত
যৌনতার জংলি গন্ধ
অক্ষত থাকতে থাকতে
ঠিক করো
প্রেমে ফস্কাবে কিনা পা...
বেইলিকদুজুর খুচরা বন থেকে
ইশতিকলাল স্ট্রিটে
এই দুনিয়া
পাইকারি পরির হাট কতটা
আর কতটা বাকালাভা!

দুই

হাত থেকে পড়ে
আমার রুমি ভেঙে গেল
যেমন ভেঙে যায় বুক
তোমার ফেলে-যাওয়া
চোরা নিশ্বাসে।
নিশ্বাসের গর্ভে
নিশ্বাসের মাজার
তবু নয়া নিশ্বাসের
হাভেলি গড়ে ওঠে,
রিচ পায় অর্গানিক
নিশ্বাস আজও
জারি আছে মর্মান্তিক,
মানুষের দুটো চোখের চত্বরে
কান্নাপানি-টলটল সমুদ্র গর্জায়;
সমুদ্রের নীল চামড়া দিগন্তবিধৌত
যেহেতু আকাশও কিছু না
নীলাভ ত্বকের ধারণা।

 তিন

ইস্তাম্বুলের রাস্তায়
ভোরসকাল হাঁটতে হাঁটতে
দেখা যায়
দুপুরের আগেই বিকাল
বিকালের আগে
সন্ধ্যার খেলাফত,
ডুবো ডুবো সূর্য ধাক্কা খায়
চাঁদের আসন্ন সব উদয়ের গায়
ওই তো ঐ গালাতায়।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।