• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:৪৭    ঢাকা সময়: ২২:৪৭

শিশুর জন্য বাজারে এলো বিশেষ স্মার্টফোন

দেশকন্ঠ অনলাইন : যুক্তরাজ্যে শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা স্মার্টফোন চালু হয়েছে। শিশুর জন্য নিরাপদ এ স্মার্টফোনটিতে রয়েছে বয়স উপযোগী সুরক্ষা ব্যবস্থা। অভিভাবকরা চাইলে দূর থেকেও তাদের সন্তানদের এ ফোনের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।

মার্কিন কোম্পানি ‘পিনহুইল’-এর নির্মিত এ ফোনটিতে রয়েছে বিশেষভাবে ডিজাইন করা অপারেটিং সিস্টেম, যা ব্যবহার করা যেতে পারে সব ধরনের বড় নেটওয়ার্ক ব্যবস্থাতেও। পিনহুইলের এ স্মার্টফোনের মাধ্যমে সন্তানের সব ধরনের টেক্সট মেসেজ ও কলের ইতিহাস দূর থেকে পর্যবেক্ষণ করতে পারবেন অভিভাবকরা।

এমনকি এ ফোনের মাধ্যমে পরিচিত কারও নম্বর অনুমোদনের পাশাপাশি বিভিন্ন অ্যাপ ও চ্যাটিংয়ের জন্য সময় সীমাও নির্ধারণ করার ক্ষমতা পাবেন তারা। ফোনটিতে আরও রয়েছে একটি সহযোগী ‘অ্যাপ লাইব্রেরি’, যেখানে বিভিন্ন প্রশ্নকে ডিজাইন করা হয়েছে শিশুদের বয়সকে মাথায় রেখে।

তবে এ ফোনে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ও বিভিন্ন ওয়েব ব্রাউজার নেই। শিশুদের শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যম ও ফোনের পর্দায় কাটানো সময়ের প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রতিনিয়ত বাড়ছে। ফলে সন্তানদের স্মার্টফোনের কার্যকলাপ অভিভাবকরা যাতে নিয়ন্ত্রণ করতে পারেন, এমন বিভিন্ন ফিচার চালু করছে বড় ফোন নির্মাতা ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলো।

পিনহুইল বলেছে, এ ফোনে থাকা কেন্দ্রীয় অনলাইন পোর্টাল থেকে সন্তানদের ডিভাইস পর্যবেক্ষণ করতে পারবেন অভিভাবকরা। আর এ অনলাইন পোর্টালে ডেস্কটপ বা ফোন থেকেও ঢুকতে পারবেন তারা।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।