• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৬:২৪    ঢাকা সময়: ১৬:২৪

এক ম্যাচ হাতে রেখে টাইগ্রেসদের সিরিজ জয়

  • ক্রীড়া       
  • ৩০ নভেম্বর, ২০২৪       
  • ৩৪
  •       
  • ১৯:১৪:৩৬

দেশকন্ঠ অনলাইন : একই ভেন্যু। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫২ রান করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ তাদের সামনে টার্গেট ছিল ১৯৪ রানের। সহজই তো! যদিও সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঘাম ঝরেছে টাইগ্রেসদের। ৫ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজও জিতে নিয়েছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৫ রানের মধ্যে মুর্শিদা খাতুনের উইকেট হারালেও ফারজানা পিংকী ও শারমিন আক্তারের জুটিতে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। এ দুজনের জুটি থেকে আসে ৮৫ রান। মুর্শিদা করেন ৬ রান। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে রান ও সেঞ্চুরির মালিক ফারজানা ৮৯ বলে ৫০ রান করে আউট হলে শারমিন আক্তারের সঙ্গে জুটি ভাঙে। ফারজানার এটা ১২তম অর্ধশতক।

এরপর আর ২৯ রান তুলতে আরও ২ উইকেট হারিয়ে চাপে পড়ে জ্যোতি বাহিনী। শারমিন আক্তার ৪৩ ও সোবহানা মোস্তারি ১৬ রান করে আউট হন। স্বর্ণা আক্তারকে নিয়ে দলপতি নিজেই সেই চাপ সামাল দেন। ৩৯ বলে জ্যোতি করেন ৪০ রান। জয়ের অল্প দূরে থাকতে আউট হন তিনি। স্বর্ণা জয় নিয়েই মাঠ ছাড়েন, ২৯ বলে ২৯ রান করেন তিনি। ফাহিমা খাতুন করেন ৪।

এর আগে অ্যামি হান্টারের ৬৮, ওরলা প্রেন্ডারগাস্টের ৩৭, লরা ডেলানির ৩৩ ও উনা রেমন্ডের ২১ রানে ভর করে ৬ উইকেটে ১৯৩ রান করে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন সুলতানা খাতুন। একটি করে উইকেট পান নাহিদা আক্তার ও স্বর্ণা। ডেলানি রানআউটের শিকার হন।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।